মেক্সিকোয় ভয়াবহ বিস্ফোরণ! সোনোরার সুপারমার্কেটে মৃত্যু ২৩

আপলোড সময় : ০২-১১-২০২৫ ০৪:০১:৩০ অপরাহ্ন , আপডেট সময় : ০২-১১-২০২৫ ০৪:০১:৩০ অপরাহ্ন
মেক্সিকোর সোনোরা প্রদেশের এক সুপারমার্কেটে ভয়াবহ বিস্ফোরণে মৃত্যু হয়েছে অন্তত ২৩ জনের। আহত হয়েছেন আরও ১১ জন। স্থানীয় সময় শনিবার দুপুরে ওয়ালডোস নামের ওই সুপারমার্কেটে হঠাৎই ঘটে বিস্ফোরণ। মৃতদের মধ্যে কয়েকজন শিশু বলেও নিশ্চিত করেছে প্রশাসন।

সোনোরার গভর্নর আলফোনসো দূরাজো এক ভিডিও বার্তায় জানিয়েছেন, ‘দুঃখজনকভাবে মৃতদের মধ্যে কিছু শিশু রয়েছে। আহতদের স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে। প্রশাসনের তরফে তদন্ত শুরু হয়েছে। ঘটনাটির কারণ ও দোষীদের চিহ্নিত করতে স্বচ্ছ তদন্ত চলবে।’

গভর্নর আরও জানান, দুর্ঘটনার পর দ্রুত ঘটনাস্থলে পৌঁছয় দমকল, পুলিশ ও চিকিৎসা পরিষেবা। তাঁদের তৎপরতায় বহু প্রাণ রক্ষা করা সম্ভব হয়েছে। তাঁর কথায়, ‘এই ট্র্যাজেডিতে কেউ একা নয়। রাজ্য সরকার আহত ও মৃতদের পরিবারের পাশে রয়েছে।’

প্রাথমিকভাবে 'হামলার' কোনও তত্ত্ব মেনে নেয়নি স্থানীয় নিরাপত্তা দফতর। রিপোর্টে জানানো হয়েছে, বিস্ফোরণটি কোনও সন্ত্রাসবাদী বা সহিংস হামলা নয়। সম্ভবত গ্যাস লিক বা বৈদ্যুতিক ত্রুটির কারণে এই দুর্ঘটনা ঘটেছে। তদন্তে সব সম্ভাবনাই খতিয়ে দেখা হচ্ছে বলে জানিয়েছেন গভর্নর দুরাজো।

মেক্সিকোর প্রেসিডেন্ট ক্লাউডিয়া শেইনবাউম নিহতদের পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন। এক্স–এ পোস্ট করে তিনি লিখেছেন, ‘যাঁরা প্রিয়জনকে হারিয়েছেন, তাঁদের প্রতি আমার গভীর সহানুভূতি রইল। আহতদের দ্রুত আরোগ্য কামনা করছি।’ তিনি আরও জানান, রাজ্য প্রশাসনের সঙ্গে যোগাযোগ রাখা হচ্ছে এবং কেন্দ্রীয় সরকারের তরফে সাহায্য পাঠানো হয়েছে।

প্রেসিডেন্টের নির্দেশে স্বরাষ্ট্রমন্ত্রী রোসা ইসেলা রদ্রিগেজ ইতিমধ্যেই সোনোরায় সহায়তা দল পাঠিয়েছেন, যাতে দুর্ঘটনাগ্রস্ত পরিবার ও আহতদের তৎপরতার সঙ্গে সাহায্য করা যায়।

বিস্ফোরণের সময় মেক্সিকোজুড়ে পালিত হচ্ছিল ‘ডে অফ দ্য ডেড’ প্রয়াত আত্মীয়দের স্মরণে পালিত ঐতিহ্যবাহী উৎসব। উৎসবের মাঝেই এই মর্মান্তিক দুর্ঘটনায় শোকের ছায়া নেমে এসেছে দেশজুড়ে।

দমকল ও উদ্ধারকর্মীরা ধ্বংসস্তূপে তল্লাশি চালিয়ে যাচ্ছেন, বিস্ফোরণের প্রকৃত কারণ উদঘাটনে নিযুক্ত হয়েছে বিশেষ তদন্তকারী দল। ইতিমধ্যেই সোনোরা প্রশাসন নিশ্চিত করেছে, এটি দুর্ঘটনা, হামলা নয়।

সম্পাদকীয় :

Publisher & Editor :Md. Abu Hena Mostafa Zaman

Mobile No: 01971- 007766; 01711-954647

রাজশাহীর সময় অনলাইন নিউজ পোর্টাল আবেদনকৃত চলচ্চিত্র ও প্রকাশনা অধিদপ্তর, ঢাকা ।

অফিস :

Head office: 152- Aktroy more ( kazla)-6204 Thana : Motihar,Rajshahi

Email : [email protected],                    [email protected]