চলতি মৌসুমে কোনোভাবেই থামানো যাচ্ছে না বায়ার্ন মিউনিখকে। এখন পর্যন্ত সকল প্রতিযোগিতায় অপরাজিত তারা। শনিবার (১ নভেম্বর) লিগে বেয়ার লেভারকুসেনকে ৩-০ গোলে উড়িয়ে দিয়েছে কম্পানির দল।
আলিয়াঞ্জ অ্যারেনায় লেভারকুসেনের জালে প্রথম হাফেই তিন গোল দেয় বায়ার্ন। ২৫তম মিনিটে গোলের খাতা খোলেন জিনাব্রি। ৩১তম মিনিটে নিকোলাস জ্যাকসন এবং ৪৩তম মিনিটে আত্মঘাতী থেকে তৃতীয় গোলটি পায় বায়ার্ন।
এই নিয়ে চলতি মৌসুমে সব প্রতিযোগিতা মিলিয়ে ১৫ ম্যাচের সবকটি জিতল জার্মানির সফলতম ক্লাব বায়ার্ন মিউনিখ। ইউরোপের শীর্ষ পাঁচ লিগের দলগুলোর হিসেবে গত ম্যাচেই টানা জয়ে মৌসুম শুরুর রেকর্ড গড়ে বায়ার্ন। সংখ্যাটা এবার আরও বাড়ল।
লিগ শিরোপা ধরে রাখার অভিযানে ৯ ম্যাচের সবগুলো জিতে ২৭ পয়েন্ট নিয়ে শীর্ষে আছে বায়ার্ন। ৫ পয়েন্ট কম নিয়ে দুইয়ে লাইপজিগ।
এদিকে লাইপজিগ ৩-১ গোলে হারিয়েছে ভিএফবি স্টুটগার্টকে। আর টেবিলের তিনে থাকা ডর্টমুন্ড ১-০ গোলে হারিয়েছে অগসবার্গকে।
আলিয়াঞ্জ অ্যারেনায় লেভারকুসেনের জালে প্রথম হাফেই তিন গোল দেয় বায়ার্ন। ২৫তম মিনিটে গোলের খাতা খোলেন জিনাব্রি। ৩১তম মিনিটে নিকোলাস জ্যাকসন এবং ৪৩তম মিনিটে আত্মঘাতী থেকে তৃতীয় গোলটি পায় বায়ার্ন।
এই নিয়ে চলতি মৌসুমে সব প্রতিযোগিতা মিলিয়ে ১৫ ম্যাচের সবকটি জিতল জার্মানির সফলতম ক্লাব বায়ার্ন মিউনিখ। ইউরোপের শীর্ষ পাঁচ লিগের দলগুলোর হিসেবে গত ম্যাচেই টানা জয়ে মৌসুম শুরুর রেকর্ড গড়ে বায়ার্ন। সংখ্যাটা এবার আরও বাড়ল।
লিগ শিরোপা ধরে রাখার অভিযানে ৯ ম্যাচের সবগুলো জিতে ২৭ পয়েন্ট নিয়ে শীর্ষে আছে বায়ার্ন। ৫ পয়েন্ট কম নিয়ে দুইয়ে লাইপজিগ।
এদিকে লাইপজিগ ৩-১ গোলে হারিয়েছে ভিএফবি স্টুটগার্টকে। আর টেবিলের তিনে থাকা ডর্টমুন্ড ১-০ গোলে হারিয়েছে অগসবার্গকে।