হিন্দুত্ববাদী সন্ত্রাসী সংগঠন হিসেবে অভিযোগ তুলে ইসকন নিষিদ্ধের দাবিতে রাজশাহীতে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ করেছে আহলেহাদীছ আন্দোলন বাংলাদেশ, রাজশাহী সদর জেলা শাখা।
শুক্রবার (২৪ অক্টোবর) বাদ জুমা নগরীর সাহেববাজার এলাকায় এ কর্মসূচি অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন আহলেহাদীছ আন্দোলন বাংলাদেশ, রাজশাহী সদর জেলার সভাপতি মাওলানা দুররুল হুদা।
সমাবেশে প্রধান অতিথির বক্তব্য দেন সংগঠনের কেন্দ্রীয় প্রচার সম্পাদক ড. মুহাম্মাদ সাখাওয়াত হোসাইন। তিনি বলেন, “ইসকন একটি উগ্রবাদী ও সাম্প্রদায়িক সংগঠন, যারা হিন্দুত্ববাদ প্রতিষ্ঠার নামে বাংলাদেশে ইসলাম ও মুসলমানদের বিরুদ্ধে ষড়যন্ত্র চালিয়ে যাচ্ছে।”
তিনি অভিযোগ করেন, “ইসকনের কর্মকাণ্ড বাংলাদেশের সাম্প্রদায়িক সম্প্রীতির জন্য হুমকি হয়ে উঠছে। এরা তরুণ প্রজন্মকে বিভ্রান্ত করছে এবং ধর্মীয় অনুভূতিতে আঘাত হানছে।”
ড. সাখাওয়াত সরকারের কাছে চার দফা দাবি উত্থাপন করেন—
১. ইসকনের সকল কার্যক্রম নিষিদ্ধ করা,
২. সংগঠনের হাতে সংঘটিত হত্যাসহ অন্যান্য অপরাধের বিচার নিশ্চিত করা,
৩. প্রশাসনের ভেতরে থাকা ইসকনের সহযোগীদের শনাক্ত করে ব্যবস্থা নেওয়া,
৪. মেয়েদের বিবাহের বয়স ১৮ বছর থেকে কমিয়ে ১৫ বছর নির্ধারণ করা।
সমাবেশে আরও বক্তব্য রাখেন সংগঠনের কেন্দ্রীয় দফতর সম্পাদক ড. আব্দুল হালীম, ‘সোনামণি’ পরিচালক মুহাম্মাদ রবীউল ইসলাম, রাজশাহী সদর জেলা সেক্রেটারি মুস্তাক্বীম আহমাদসহ অন্যান্য নেতৃবৃন্দ।
বক্তারা বলেন, দেশের ধর্মীয় সম্প্রীতি রক্ষায় সরকারকে দ্রুত পদক্ষেপ নিতে হবে এবং উগ্রবাদী কর্মকাণ্ডের বিরুদ্ধে কঠোর অবস্থান গ্রহণ করতে হবে।