গালে বা ঠোঁটের উপরে রোমের আধিক্য কমবে বিশেষ কিছু ঘরোয়া টোটকায়

আপলোড সময় : ৩১-১০-২০২৫ ০৪:৪৬:৫০ অপরাহ্ন , আপডেট সময় : ৩১-১০-২০২৫ ০৪:৪৬:৫০ অপরাহ্ন
রোমহীন, মসৃণ ত্বক পেতে লেজার থেরাপি করাতে ভরসা পান না অনেকেই। বদলে প্রতি মাসে মুখে থ্রেডিং বা ওয়াক্সিং করান বেশির ভাগ মহিলা। এর ফল কতটা সাংঘাতিক হতে পারে, তা নিয়ে স্বচ্ছ ধারণা নেই অনেকেরই। তা ছাড়া মুখের ওয়াক্সিং খুবই যন্ত্রণাদায়ক। ত্বক খুব স্পর্শকাতর হলে তা করানোও যায় না। মুখে রোম তোলার জন্য নানা রকম পদ্ধতি চলে এসেছে, যেগুলির পার্শ্বপ্রতিক্রিয়া অনেক। বিশেষ করে থ্রেডিং ও ওয়াক্সিং ঘন ঘন করালে ত্বকের কোলাজেন নষ্ট নয় এবং রোমের গোড়ায় সংক্রমণ হতে পারে। অনেকেই সহজ ভেবে রেজার ব্যবহার করেন। এতেও ত্বকের ক্ষতি হয়। তাই এমন উপায় বেছে নিতে হবে যাতে ত্বকের রোমের আধিক্য অনেকটাই কমে আসে।

থাইরয়েডের সমস্যায়, পিসিওএস (পলিসিস্টিক ওভারি সিনড্রোম) থাকলে ত্বকে রোমের আধিক্য হতে দেখা যায়। গালে, ঠোঁটের উপরে রোম তুলতে ঘন ঘন থ্রেডিং বা ওয়াক্সিং করান অনেকে, যা পরবর্তী সময়ে ত্বকের নানা সমস্যার কারণ হয়ে উঠতে পারে। অথচ এমন কিছু ঘরোয়া টোটকা আছে যা নিয়মিত ব্যবহার করলে অবাঞ্ছিত লোমের সমস্যা হবেই না।

কোন কোন টোটকা কার্যকরী হতে পারে?

বেসন, হলুদ এবং দুধের প্যাক
২ চামচ বেসন, ১ চিমটি হলুদ এবং পরিমাণ মতো দুধ মিশিয়ে একটি ঘন পেস্ট তৈরি করুন। এই পেস্টটি মুখে লাগিয়ে শুকিয়ে যাওয়া পর্যন্ত অপেক্ষা করুন। শুকিয়ে গেলে ঘষে তুলে ফেলুন। এটি নিয়মিত ব্যবহারে লোমের বৃদ্ধি কমতে পারে।

চিনি-লেবুর প্যাক
২ চামচ চিনি, ১ চামচ লেবুর রস এবং ১ চামচ জল মিশিয়ে হালকা আঁচে গরম করুন। মিশ্রণটি ঘন ও আঠালো হয়ে এলে আঁচ থেকে নামিয়ে ঠান্ডা হতে দিন। ঈষদুষ্ণ অবস্থায় এটি মুখে মাখুন। ১৫ মিনিট রেখে তুলে ফেলুন।

ডিমের সাদা অংশ-কর্নফ্লাওয়ার
একটি ডিমের সাদা অংশের সঙ্গে এক চামচ চিনি ও এক চামচ কর্নফ্লাওয়ার মিশিয়ে প্যাক তৈরি করুন। এটি মুখে লাগিয়ে শুকিয়ে যাওয়া পর্যন্ত অপেক্ষা করুন। শুকিয়ে গেলে মাস্কের মতো টেনে তুলে ফেলুন। এটি মুখের অবাঞ্ছিত রোমও তুলবে, রোমের আধিক্যও কমাবে।

পেঁপে এবং হলুদের প্যাক
কাঁচা পেঁপে ছোট ছোট টুকরো করে কেটে নিন। এর সঙ্গে আধ চামচ হলুদগুঁড়ো মিশিয়ে মুখে লাগান। ১৫-২০ মিনিট রেখে ঈষদুষ্ণ জলে ধুয়ে ফেলুন।

ওট্‌মিল ও কলার মাস্ক
এক চামচ ওট্সের সঙ্গে একটি পাকা কলা চটকে মেখে নিন। এই মিশ্রণ মুখে মেখে ১০ মিনিট থাকতে হবে। শুকিয়ে গেলে ঈষদুষ্ণ জলে ধুয়ে ফেলুন। সপ্তাহে অন্তত তিন দিন ব্যবহার করলে উপকার পেতে পারেন।

সম্পাদকীয় :

Publisher & Editor :Md. Abu Hena Mostafa Zaman

Mobile No: 01971- 007766; 01711-954647

রাজশাহীর সময় অনলাইন নিউজ পোর্টাল আবেদনকৃত চলচ্চিত্র ও প্রকাশনা অধিদপ্তর, ঢাকা ।

অফিস :

Head office: 152- Aktroy more ( kazla)-6204 Thana : Motihar,Rajshahi

Email : [email protected],                    [email protected]