দক্ষিণী সিনেমার জনপ্রিয় অভিনেত্রী রাশমিকা মন্দানা গত ৩ অক্টোবর দীর্ঘদিনের প্রেমিক বিজয় দেবরকোন্ডার সঙ্গে গোপনে বাগদান সম্পন্ন করেছেন। শিগগিরই তারা দম্পতি হিসেবে নতুন জীবন শুরু করবেন। খবর অনুযায়ী, রাশমিকা ও বিজয়ের বিবাহের অনুষ্ঠান ২০২৬ সালের ফেব্রুয়ারিতে অনুষ্ঠিত হবে।
রাশমিকা সম্প্রতি তার নতুন সিনেমা ‘দ্য গার্লফ্রেন্ড’ এর প্রচারে গিয়ে জানিয়েছেন, তিনি মা হওয়ার স্বপ্ন দেখছেন। তিনি বলেন, আমি এখনো মা হইনি। কিন্তু একদিন হবো। আমি ভালো মা হতে চাই এবং সেই ছোট্ট মানুষদের জন্য ভালোবাসা অনুভব করি, যারা এখনো পৃথিবীতে আসেনি। তাদের রক্ষা করতে চাই। খবর টাইমস অব ইন্ডিয়ার।
অভিনেত্রী আরও উল্লেখ করেছেন, দীর্ঘ শুটিং সিডিউলের কারণে পর্যাপ্ত বিশ্রাম নাও পেতে পারার কারণে নিজের জন্য সময় নেওয়ার গুরুত্ব। তিনি বলেন, অতিরিক্ত কাজ করবেন না। এটা টেকসই নয়। নিজের জন্য সময় নিতে হবে, পরিবারকে সময় দিতে হবে।
রাশমিকা ও বিজয়ের সম্পর্ক প্রায় সাত বছর ধরে গড়ে উঠেছে। ‘গীতা গোবিন্দম’ ও ‘ডিয়ার কমরেড’ সিনেমার সেট-এ কাজ করতে গিয়ে তাদের বন্ধুত্ব গাঢ় বন্ধনে রূপ নেয়। ৩ অক্টোবর হায়দরাবাদের বাড়িতে গোপনে আংটিবদল সম্পন্ন হলেও, খুব শিগগিরই তারা চারহাত এক হবেন।
রাশমিকা মন্দানার ক্যারিয়ার শুরু হয় মডেলিং দিয়ে। ২০১২ সালে তিনি ‘ক্লিন অ্যান্ড ক্লিয়ার ফ্রেশ অফ ইন্ডিয়া’ খেতাব জিতেন। ২০১৬ সালে ‘কিরিক পার্টি’ সিনেমার মাধ্যমে দক্ষিণী চলচ্চিত্রে অভিষেক হয়, যা তাকে ‘সাউথ ইন্টারন্যাশনাল মুভি অ্যাওয়ার্ড’ এনে দেয়। এরপর ‘গীতা গোবিন্দম’, ‘ডিয়ার কমরেড’, ‘সারিলেরু নীকেবারু’, ‘পুষ্পা’– প্রতিটি ছবিতেই দর্শকদের মন জয় করেছেন তিনি।
সম্প্রতি মুক্তিপ্রাপ্ত তার সিনেমা ‘থাম্মা’, যেখানে তিনি অভিনয় করেছেন আয়ুষ্মান খুরানার বিপরীতে, দীপাবলির সময় রিলিজ হয়েছে এবং বক্স অফিসেও ভালো সাড়া পেয়েছে।
রাশমিকা সম্প্রতি তার নতুন সিনেমা ‘দ্য গার্লফ্রেন্ড’ এর প্রচারে গিয়ে জানিয়েছেন, তিনি মা হওয়ার স্বপ্ন দেখছেন। তিনি বলেন, আমি এখনো মা হইনি। কিন্তু একদিন হবো। আমি ভালো মা হতে চাই এবং সেই ছোট্ট মানুষদের জন্য ভালোবাসা অনুভব করি, যারা এখনো পৃথিবীতে আসেনি। তাদের রক্ষা করতে চাই। খবর টাইমস অব ইন্ডিয়ার।
অভিনেত্রী আরও উল্লেখ করেছেন, দীর্ঘ শুটিং সিডিউলের কারণে পর্যাপ্ত বিশ্রাম নাও পেতে পারার কারণে নিজের জন্য সময় নেওয়ার গুরুত্ব। তিনি বলেন, অতিরিক্ত কাজ করবেন না। এটা টেকসই নয়। নিজের জন্য সময় নিতে হবে, পরিবারকে সময় দিতে হবে।
রাশমিকা ও বিজয়ের সম্পর্ক প্রায় সাত বছর ধরে গড়ে উঠেছে। ‘গীতা গোবিন্দম’ ও ‘ডিয়ার কমরেড’ সিনেমার সেট-এ কাজ করতে গিয়ে তাদের বন্ধুত্ব গাঢ় বন্ধনে রূপ নেয়। ৩ অক্টোবর হায়দরাবাদের বাড়িতে গোপনে আংটিবদল সম্পন্ন হলেও, খুব শিগগিরই তারা চারহাত এক হবেন।
রাশমিকা মন্দানার ক্যারিয়ার শুরু হয় মডেলিং দিয়ে। ২০১২ সালে তিনি ‘ক্লিন অ্যান্ড ক্লিয়ার ফ্রেশ অফ ইন্ডিয়া’ খেতাব জিতেন। ২০১৬ সালে ‘কিরিক পার্টি’ সিনেমার মাধ্যমে দক্ষিণী চলচ্চিত্রে অভিষেক হয়, যা তাকে ‘সাউথ ইন্টারন্যাশনাল মুভি অ্যাওয়ার্ড’ এনে দেয়। এরপর ‘গীতা গোবিন্দম’, ‘ডিয়ার কমরেড’, ‘সারিলেরু নীকেবারু’, ‘পুষ্পা’– প্রতিটি ছবিতেই দর্শকদের মন জয় করেছেন তিনি।
সম্প্রতি মুক্তিপ্রাপ্ত তার সিনেমা ‘থাম্মা’, যেখানে তিনি অভিনয় করেছেন আয়ুষ্মান খুরানার বিপরীতে, দীপাবলির সময় রিলিজ হয়েছে এবং বক্স অফিসেও ভালো সাড়া পেয়েছে।