গোদাগাড়ীর পদ্মা পাড়ে গ্যাসের বুদবুদ, আগুন জ্বলছে বালুতে

আপলোড সময় : ৩০-১০-২০২৫ ০৫:২৯:০৮ অপরাহ্ন , আপডেট সময় : ৩০-১০-২০২৫ ০৫:২৯:০৮ অপরাহ্ন

জশাহীর গোদাগাড়ীতে পদ্মা নদীর পাড়ে অদ্ভুত বুদবুদ দেখা দিয়েছে। স্থানীয়রা দেখেছেন, নদীর পানির নিচে থেকে বুদবুদ উঠছে এবং বালুর ওপর আগুন জ্বলছে। এ নিয়ে উৎসুক জনতা সকাল থেকেই নদী পাড়ে ভিড় করছে।

স্থানীয়রা বলছেন, মঙ্গলবার বিকেল থেকে প্রেমতলী ঠাকুরঘাট এলাকায় এমন ঘটনা দেখা গেছে। নদীর পানি ও বালুর মধ্যে বিভিন্ন স্থানে বুদবুদ উঠছে, এবং বালুর বুদবুদে আগুন ধরিয়ে দেখা গেছে। স্থানীয় বাসিন্দা পিয়াস উদ্দিন জানান, “কয়েকদিন ধরে নদীর পানি কমে গেছে। মঙ্গলবার থেকেই মানুষ বুদবুদ লক্ষ্য করেছেন। গভীর রাত পর্যন্ত আগুন জ্বালিয়ে গ্যাসের উপস্থিতি পরীক্ষা করেছেন।”

ফায়ার সার্ভিসের একটি দল ঘটনাস্থল পরিদর্শন করেছে। গোদাগাড়ী স্টেশনের ভারপ্রাপ্ত কর্মকর্তা জমির উদ্দিন জানান, “নদী পাড়ে অসংখ্য বুদবুদ উঠছে। তবে এটি গ্যাসের কারণে হচ্ছে কিনা আমরা নিশ্চিত নই। বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হবে।”

এ বিষয়ে ইউএনও ফয়সাল আহম্মেদ বলেন, “সকালেই প্রেমতলী পুলিশ তদন্তকেন্দ্র থেকে বিষয়টি জানানো হয়েছে। আমরা ফায়ার সার্ভিসকে পাঠিয়েছি। তারা একটি রিপোর্ট দেবেন। গ্যাস আছে কি না তা পরীক্ষা করে ঊর্ধ্বতন কর্তৃপক্ষ সিদ্ধান্ত নেবেন।”

স্থানীয় বাসিন্দারা উল্লেখ করেছেন, সম্প্রতি নদীর ঠাকুরঘাট এলাকায় নৌকা ডুবে তিনজনের মৃত্যু ঘটেছিল। সেই সময় ফায়ার সার্ভিসের ডুবুরি দল পানির নিচে কাজ করতে গিয়ে অনুভব করেছিলেন যে পানির নিচে অস্বাভাবিক চাপ বা বুদবুদ উঠছে। তারা ধারণা করছেন, এখন যে বুদবুদ দেখা যাচ্ছে, তা হয়তো সেই ধরনের গ্যাসের কারণে।

স্থানীয় মানুষজন আগুন জ্বালিয়ে বুদবুদ পরীক্ষা করছেন। কেউ কেউ আগুনের পাশে দাঁড়িয়ে ভিডিও তুলছেন। শিশু, নারী ও পুরুষ সবাই উৎসুক হয়ে ঘটনাস্থলে ভিড় করছেন।

ফায়ার সার্ভিস জানিয়েছে, তারা বিষয়টি পর্যবেক্ষণ করছে। গ্যাসের উপস্থিতি থাকলে তা পরীক্ষা করার জন্য ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হবে। স্থানীয় প্রশাসনও সতর্ক রয়েছে। তারা বলেন, নদীর ধারে এমন পরিস্থিতি নিরাপদ নয়, তাই জনসাধারণকে নিরাপদ দূরত্বে থাকার আহ্বান করা হচ্ছে।

এ ঘটনায় এখনো পর্যন্ত কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। স্থানীয়রা শুধু আগ্রহী ও আশ্চর্য হয়ে ঘটনা পর্যবেক্ষণ করছেন।

সম্পাদকীয় :

Publisher & Editor :Md. Abu Hena Mostafa Zaman

Mobile No: 01971- 007766; 01711-954647

রাজশাহীর সময় অনলাইন নিউজ পোর্টাল আবেদনকৃত চলচ্চিত্র ও প্রকাশনা অধিদপ্তর, ঢাকা ।

অফিস :

Head office: 152- Aktroy more ( kazla)-6204 Thana : Motihar,Rajshahi

Email : [email protected],                    [email protected]