৩৮ বছর বয়সে প্রথমবার ‘বিশ্বসেরা’ হলেন রোহিত

আপলোড সময় : ২৯-১০-২০২৫ ০৪:২৫:৪৪ অপরাহ্ন , আপডেট সময় : ২৯-১০-২০২৫ ০৪:২৫:৪৪ অপরাহ্ন
ভারতের সাবেক অধিনায়ক রোহিত শর্মা নতুন ইতিহাস গড়েছেন।

বুধবার (২৯ অক্টোবর) তিনি হয়েছেন বিশ্বের এক নম্বর ওয়ানডে ব্যাটসম্যান। ৩৮ বছর ১৮২ দিন বয়সে রোহিত এখন পর্যন্ত সবচেয়ে বয়স্ক ভারতীয় হিসেবে এই শীর্ষস্থান দখল করলেন। আইসিসির সর্বশেষ র‌্যাংকিংয়ে তিনি দুই ধাপ এগিয়ে উঠে প্রথম স্থানে যান। এই তালিকায় তিনি ভারতের অধিনায়ক শুভমান গিলকে সরিয়ে দিয়েছেন।


গত সপ্তাহে রোহিতের রেটিং পয়েন্ট ছিল ৭৪৫। অস্ট্রেলিয়ার বিপক্ষে দ্বিতীয় ওয়ানডেতে অ্যাডিলেডে তিনি ৯৭ বলে ৭৩ রান করেন। এরপর সিডনিতে তৃতীয় ওয়ানডেতে অপরাজিত থেকে ১২৫ বলে ১২১ রান করেন। ব্যাট হাতে এমন ধারাবাহিক পারফরম্যান্সে রোহিতের পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ৭৮১।

রোহিতের এই অর্জনের মাধ্যমে তিনি পঞ্চম ভারতীয় হিসেবে ওয়ানডেতে বিশ্বের এক নম্বর ব্যাটার হলেন। এর আগে শচীন টেন্ডুলকার, মহেন্দ্র সিং ধোনি, বিরাট কোহলি ও শুভমান গিল পেয়েছিলেন এই মর্যাদা।

গিল এবার নেমে গেছেন তৃতীয় স্থানে। অস্ট্রেলিয়ার বিপক্ষে তিন ওয়ানডেতে তার রান ছিল মাত্র ১০, ৯ ও ২৪। অন্যদিকে বিরাট কোহলি তৃতীয় ম্যাচে ৭৪ রান করেও এক ধাপ পিছিয়ে এখন ষষ্ঠ স্থানে, তার রেটিং পয়েন্ট ৭২৫।

অ্যাডিলেডে দ্বিতীয় ওয়ানডেতে হাফসেঞ্চুরি করা শ্রেয়াস আইয়ারও র‌্যাংকিংয়ে এক ধাপ এগিয়ে নবম স্থানে উঠে এসেছেন।

বোলারদের তালিকায়ও পরিবর্তন এসেছে। অস্ট্রেলিয়ার জশ হ্যাজেলউড দুই ধাপ এগিয়ে এখন অষ্টম স্থানে। ভারতের কুলদীপ যাদব এক ধাপ নেমে সপ্তম স্থানে গেছেন। অস্ট্রেলিয়ার স্পিনার অ্যাডাম জাম্পা দ্বিতীয় ওয়ানডেতে চার উইকেট নিয়ে দুই ধাপ এগিয়ে এখন ১২তম স্থানে। অন্যদিকে নিউজিল্যান্ডের মিচেল স্যান্টনার তিন ধাপ এগিয়ে এখন চতুর্থ স্থানে অবস্থান করছেন।

সম্পাদকীয় :

Publisher & Editor :Md. Abu Hena Mostafa Zaman

Mobile No: 01971- 007766; 01711-954647

রাজশাহীর সময় অনলাইন নিউজ পোর্টাল আবেদনকৃত চলচ্চিত্র ও প্রকাশনা অধিদপ্তর, ঢাকা ।

অফিস :

Head office: 152- Aktroy more ( kazla)-6204 Thana : Motihar,Rajshahi

Email : [email protected],                    [email protected]