গ্রাম আদালত পরিচালনায় গুরুদাসপুরের ইউনিয়ন পরিষদসমূহের মধ্যে অসামান্য অবদান রাখায় মশিন্দা ইউপি চেয়ারম্যান মো. আব্দুল বারীকে সম্মাননা স্মারক প্রদান করেছে উপজেলা প্রশাসন।
জানা যায়, সম্প্রতি উপজেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত অক্টোবরের মাসিক আইনশৃঙ্খলা সভায় ওই সম্মাননা স্মারক তার হাতে তুলে দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ফাহমিদা আফরোজ।
এর আগেও ২০২৪-২০২৫ অর্থবছরে নাটোরের ৫২টি ইউনিয়নের মধ্যে তৃতীয় হন তিনি। এজন্য জেলা প্রশাসনের কাছ থেকেও 'গ্রাম আদালত বার্ষিক পারফরম্যান্স অ্যাওয়ার্ড' পেয়েছেন ইউপি চেয়ারম্যান আব্দুল বারী। গ্রাম আদালত বিধিমালা অনুযায়ী স্থানীয় পর্যায়ে ন্যায়বিচার প্রতিষ্ঠায় কাজ করছেন তিনি।
চেয়ারম্যান আব্দুল বারী বলেন, তিনি গ্রাম আদালতে ইউনিয়নের বিভিন্ন ছোটখাটো বিরোধ নিষ্পত্তি, আইনি ব্যবস্থা গ্রহণ, মামলার কার্যক্রম তদারকি ও সালিশি প্রক্রিয়ার সমন্বয় করে ন্যায়বিচার প্রতিষ্ঠা করেন। অসামান্য এই অবদানের স্বীকৃতিস্বরুপ সম্মাননা স্মারক প্রদান করায় উপজেলা প্রশাসনের প্রতি কৃতজ্ঞতা জানান তিনি।
জানা যায়, সম্প্রতি উপজেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত অক্টোবরের মাসিক আইনশৃঙ্খলা সভায় ওই সম্মাননা স্মারক তার হাতে তুলে দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ফাহমিদা আফরোজ।
এর আগেও ২০২৪-২০২৫ অর্থবছরে নাটোরের ৫২টি ইউনিয়নের মধ্যে তৃতীয় হন তিনি। এজন্য জেলা প্রশাসনের কাছ থেকেও 'গ্রাম আদালত বার্ষিক পারফরম্যান্স অ্যাওয়ার্ড' পেয়েছেন ইউপি চেয়ারম্যান আব্দুল বারী। গ্রাম আদালত বিধিমালা অনুযায়ী স্থানীয় পর্যায়ে ন্যায়বিচার প্রতিষ্ঠায় কাজ করছেন তিনি।
চেয়ারম্যান আব্দুল বারী বলেন, তিনি গ্রাম আদালতে ইউনিয়নের বিভিন্ন ছোটখাটো বিরোধ নিষ্পত্তি, আইনি ব্যবস্থা গ্রহণ, মামলার কার্যক্রম তদারকি ও সালিশি প্রক্রিয়ার সমন্বয় করে ন্যায়বিচার প্রতিষ্ঠা করেন। অসামান্য এই অবদানের স্বীকৃতিস্বরুপ সম্মাননা স্মারক প্রদান করায় উপজেলা প্রশাসনের প্রতি কৃতজ্ঞতা জানান তিনি।