দেড় দশকের সম্পর্কে ইতি টানতে চলেছেন অভিনেত্রী মাহি। কয়েক মাস আগে করেছিলেন বিচ্ছেদের আবেদন। ভারতীয় সংবাদমাধ্যমের এক প্রতিবেদনে উঠে এসেছে এ তথ্য।
জানা গেছে, অনেক দিন ধরেই আলাদা থাকছেন ভারতীয় ছোটপর্দার জনপ্রিয় দুই মুখ জয় ভানুশালী ও মাহি ভিজ! চলতি বছরের জুলাইয়ে তাদের বিবাহবিচ্ছেদের গুঞ্জন প্রথম শোনা যায়। সেসময় এ সম্পর্কে জানতে চাইলেও চুপ ছিলেন মাহি। এবার জানা গেল জুলাই-আগস্টের দিয়ে বিচ্ছেদ হয়েছে তাদের।
এক সময় এ তারকা দম্পতি ভ্লগ বানাতেন। সেসব লুফে নিতেন নেটিজেনরা। তবে আজকাল দুজনে একসঙ্গে ধরা দিচ্ছেন না নেট দুনিয়ায়। ২০২৪ সালের জুলাইয়ে শেষ একসঙ্গে পারিবারিক ছবি পোস্ট করেছিলেন। গেল অগস্টে মেয়ে তারার জন্মদিন উদ্যাপনেও দূরত্ব বজায় রাখতে দেখা যায় তাদের।
২০১০ সালে বিয়ের পিঁড়িতে বসেন জয়-মাহি। তাদের ঘরে তিন সন্তান রয়েছে। এরমধ্যে দুজন দত্তক। এদিকে আগের মতো এখনও বিচ্ছেদের সম্পর্কে মুখ খোলেননি তারা।
জানা গেছে, অনেক দিন ধরেই আলাদা থাকছেন ভারতীয় ছোটপর্দার জনপ্রিয় দুই মুখ জয় ভানুশালী ও মাহি ভিজ! চলতি বছরের জুলাইয়ে তাদের বিবাহবিচ্ছেদের গুঞ্জন প্রথম শোনা যায়। সেসময় এ সম্পর্কে জানতে চাইলেও চুপ ছিলেন মাহি। এবার জানা গেল জুলাই-আগস্টের দিয়ে বিচ্ছেদ হয়েছে তাদের।
এক সময় এ তারকা দম্পতি ভ্লগ বানাতেন। সেসব লুফে নিতেন নেটিজেনরা। তবে আজকাল দুজনে একসঙ্গে ধরা দিচ্ছেন না নেট দুনিয়ায়। ২০২৪ সালের জুলাইয়ে শেষ একসঙ্গে পারিবারিক ছবি পোস্ট করেছিলেন। গেল অগস্টে মেয়ে তারার জন্মদিন উদ্যাপনেও দূরত্ব বজায় রাখতে দেখা যায় তাদের।
২০১০ সালে বিয়ের পিঁড়িতে বসেন জয়-মাহি। তাদের ঘরে তিন সন্তান রয়েছে। এরমধ্যে দুজন দত্তক। এদিকে আগের মতো এখনও বিচ্ছেদের সম্পর্কে মুখ খোলেননি তারা।