রাণীশংকৈল হাসপাতালে দুদকের অভিযান; পেয়েছে নানা অনিয়ম

আপলোড সময় : ২৭-১০-২০২৫ ০২:০৮:২১ অপরাহ্ন , আপডেট সময় : ২৭-১০-২০২৫ ০২:০৮:২১ অপরাহ্ন
ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নানা অনিয়ম ও দুর্নীতির প্রমাণ পেয়েছে দুর্নীতি দমন কমিশন দুদক। রোববার (২৬ অক্টোবর) দুপুর থেকে সন্ধ্যা পর্যন্ত দুদকের চার সদস্য বিশিষ্ট একটি টিম পাঁচ ঘন্টাব্যাপি এ অভিযান পরিচালনা করেন।

অভিযান চলাকালে দুদকের টিম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের টিএইচএ ডা. আব্দুস সামাদ চৌধুরী ও আবাসিক মেডিকেল অফিসার ডা.ফিরোজ আলমসহ বিভিন্ন কর্মকর্তা-কর্মচারীদের সাথে কথা বলেন এবং অভিযান শেষে দুদকের ঠাকুরগাঁও জেলা সমন্বনিত সহকারী পরিচালক ইমরান হোসেন জানান, অভিযোগের ভিত্তিতে হাসপাতালে অভিযান চালানো হয়।

এ সময় বেশ কিছু অনিয়ম ও দুনীতির প্রমান পাওয়া গেছে। এর মধ্যে নিম্ন মানের উপকরণ দিয়ে খাবার প্রস্তুত, দুপুরের খাবার আড়াই টায় পরিবেশন করা, ওয়াশ রুম অপরিষ্কার, স্বাস্থ্য কমপ্লেক্সের ভিতরের বাগান অপরিষ্কার, হাসপাতালে সুযোগ থাকা সত্বেও ডাক্তার কর্তৃক রোগীদের বিভিন্ন বেসরকারি ডায়াগনস্টিক সেন্টারে পরীক্ষা-নিরিক্ষা করার ব্যাপার উৎসাহ যোগানো, হাসপাতালে ওষুধ নিতে আসা গরীব রোগীদের সরকারি নির্ধারিত তিন টাকা টিকিট ফির পরিবর্তে পাঁচ টাকা নেওয়া।  

তিনি আরো বলেন, আমরা কর্তৃপক্ষে জানিয়েছি যেসব অভিযোগ পাওয়া গেছে সেগুলোর দ্রুত ব্যবস্থা নিয়ে ঠাকুরগাঁও দুদক বরাবর অবগত করবে এবং যারা এই ঘটনার সাথে জড়িত তাদের শোকজসহ রিপোর্ট প্রদান করবে। এ বিষয়ে সঠিক ব্যবস্থা না নেওয়া হলে দুদক পরবর্তী প্রদক্ষেপ নিবে বলেও তিনি জানান।

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সেের টিএইচএ ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আব্দুস সামাদ চৌধুরী মুঠোফোনে জানান, দুদকের পরিচালনায় পাওয়া বিভিন্ন অনিয়ম ও দুর্নীতির কঠোর হস্তে দ্রুত প্রতিরোধ করার জন্য তারা নির্দেশ দিয়েছেন। আমি এ ব্যাপারে দ্রুত পদক্ষেপ নিবো।

সম্পাদকীয় :

Publisher & Editor :Md. Abu Hena Mostafa Zaman

Mobile No: 01971- 007766; 01711-954647

রাজশাহীর সময় অনলাইন নিউজ পোর্টাল আবেদনকৃত চলচ্চিত্র ও প্রকাশনা অধিদপ্তর, ঢাকা ।

অফিস :

Head office: 152- Aktroy more ( kazla)-6204 Thana : Motihar,Rajshahi

Email : rajshahirsomoy@gmail.com,                    md.masudrana2008@gmail.com