আইটেম গানে পূজা হেগড়ে, পারিশ্রমিক ৬ কোটি টাকা

আপলোড সময় : ২৫-১০-২০২৫ ১০:০০:৪২ অপরাহ্ন , আপডেট সময় : ২৫-১০-২০২৫ ১০:০০:৪২ অপরাহ্ন
‘পুষ্পা’ তারকা আল্লু অর্জুনের সঙ্গে বড় বাজেটের নতুন সিনেমা ‘এএ২২×এ৬’-এর কাজ তুমুল গতিতে এগিয়ে চলেছে। এবার সিনেমার হট আইটেম গানে পারফর্ম করবেন জনপ্রিয় অভিনেত্রী পূজা হেগড়ে। সূত্রের খবর, এই আইটেম গানের জন্য তিনি পাচ্ছেন ৫ কোটি রুপি (বাংলাদেশি মুদ্রায় ৬ কোটি ৯৫ লাখ টাকা)।  

সিয়াসাত ডটকমের প্রতিবেদনে বলা হয়েছে, পূজা হেগড়ে এর আগে ‘ডিজে: ডাবাডা জগন্নাধাম’ এবং ‘আলা ভাইকুন্তাপুরামলো’ সিনেমায় আল্লু অর্জুনের সঙ্গে কাজ করেছেন। দু’টি সিনেমাতেই তাদের রসায়নে মুগ্ধ হয়েছিল দর্শকরা। দীর্ঘ পাঁচ বছর পর আবারও তাদের একসঙ্গে স্ক্রিনে দেখা যাবে, যা ভক্তদের মধ্যে তুমুল উচ্ছ্বাস সৃষ্টি করেছে।

‘এএ২২×এ৬’-এর বাজেট রাখা হয়েছে ৮০০ কোটি রুপি (বাংলাদেশি মুদ্রায় ১১০০ কোটি টাকার বেশি)। এর মধ্যে শুটিংয়ের জন্য ব্যয় হবে ২০০ কোটি রুপি, আর ভিজ্যুয়াল ইফেক্টসে খরচ হবে ২৫০ কোটি রুপি। সিনেমায় আল্লু অর্জুন পাবেন ১৭৫ কোটি রুপি পারিশ্রমিক ও ১৫ শতাংশ লভ্যাংশ। পরিচালক অ্যাটলি কুমার পারিশ্রমিক হিসেবে নেবেন ১০০ কোটি রুপি।

গুঞ্জন রয়েছে, সিনেমায় আল্লু অর্জুনকে দেখা যাবে তিনটি প্রধান চরিত্রে। এছাড়া প্রধান ৬টি নারী চরিত্রের মধ্যে রয়েছেন দীপিকা পাড়ুকোন, রাশমিকা মন্দানা, জাহ্নবী কাপুর এবং ম্রুণাল ঠাকুর। বাকি দুই চরিত্র কে করবেন তা এখনও চূড়ান্ত হয়নি।

সম্পাদকীয় :

Publisher & Editor :Md. Abu Hena Mostafa Zaman

Mobile No: 01971- 007766; 01711-954647

রাজশাহীর সময় অনলাইন নিউজ পোর্টাল আবেদনকৃত চলচ্চিত্র ও প্রকাশনা অধিদপ্তর, ঢাকা ।

অফিস :

Head office: 152- Aktroy more ( kazla)-6204 Thana : Motihar,Rajshahi

Email : [email protected],                    [email protected]