সাত মাস পর অস্ট্রেলিয়া সিরিজ দিয়ে ওয়ানডে ক্রিকেটে ফিরেছেন বিরাট কোহলি। তবে ফেরাটা সুখকর হয়নি। প্রথম ম্যাচে ৮ বল খেলে শূন্য রানে আউট হওয়ার পর গতকাল সিরিজ বাঁচানোর ম্যাচেও চার বল খেলে শূন্য রানে ফিরেছেন বিরাট। তাতে লজ্জার রেকর্ডবুকে নাম তুললেন ভারতীয় তারকা ব্যাটার।
বর্তমানে ওয়ানডেতে সক্রিয় খেলোয়াড়দের মধ্যে সর্বোচ্চ 'ডাক' এখন কোহলির দখলে। তার ডাকের সংখ্যা ১৮টি। এর আগে এক দিনের ক্রিকেট সক্রিয় খেলোয়াড়দের সর্বোচ্চ ডাকের সংখ্যা ছিল ১৭। সেই তালিকায় আছেন রোহিত শর্মা, লিটন দাস এবং জিম্বাবুয়ের সাবেক অধিনায়ক ব্রেন্ডন টেলর। যাদের প্রত্যেকেই ওয়ানডেতে ১৭টি ইনিংসে শূন্য রানে আউট হয়েছেন।
তবে ওয়ানডে ক্রিকেটে সর্বোচ্চ ডাকের সংখ্যা ৩৪টি। এই লজ্জার রেকর্ডের মালিক সাবেক লঙ্কান অলরান্ডার সনাথ জয়সুরিয়া। অন্যদিকে গতকাল 'ডাক' মেরে আউট হওয়ার মধ্যে দিয়ে আন্তর্জাতিক ওয়ানডে ক্রিকেটে প্রথমবারের মতো টানা দুই ম্যাচে শূন্য রানে ফিরেছেন বিরাট। যা এই কিংবদন্তি ব্যাটারের নামের পাশে বেমামান। সিরিজে তৃতীয় এবং শেষ ম্যাচে ঘুরে দাঁড়াতে পারেন কি না ৩৭ ছুঁই ছুঁই এই ক্রিকেটার, সেটাই এখন দেখার বিষয়।
অন্যদিকে বিরাটের এমন হতাশার দিনে সিরিজ হাতছাড়া করেছে ভারত। তিন ম্যাচ সিরিজের প্রথম দুই ম্যাচ জিতে সিরিজ নিশ্চিত করে স্বাগতিক অস্ট্রেলিয়া। প্রথম ম্যাচে ৭ উইকেটে জয়ের পর গতকাল ২ উইকেটে জয় নিয়ে সিরিজ জিতে নেন অজিরা। সিরিজের শেষ ম্যাচে আগামীকাল মাঠে নামবে দুই দল।
বর্তমানে ওয়ানডেতে সক্রিয় খেলোয়াড়দের মধ্যে সর্বোচ্চ 'ডাক' এখন কোহলির দখলে। তার ডাকের সংখ্যা ১৮টি। এর আগে এক দিনের ক্রিকেট সক্রিয় খেলোয়াড়দের সর্বোচ্চ ডাকের সংখ্যা ছিল ১৭। সেই তালিকায় আছেন রোহিত শর্মা, লিটন দাস এবং জিম্বাবুয়ের সাবেক অধিনায়ক ব্রেন্ডন টেলর। যাদের প্রত্যেকেই ওয়ানডেতে ১৭টি ইনিংসে শূন্য রানে আউট হয়েছেন।
তবে ওয়ানডে ক্রিকেটে সর্বোচ্চ ডাকের সংখ্যা ৩৪টি। এই লজ্জার রেকর্ডের মালিক সাবেক লঙ্কান অলরান্ডার সনাথ জয়সুরিয়া। অন্যদিকে গতকাল 'ডাক' মেরে আউট হওয়ার মধ্যে দিয়ে আন্তর্জাতিক ওয়ানডে ক্রিকেটে প্রথমবারের মতো টানা দুই ম্যাচে শূন্য রানে ফিরেছেন বিরাট। যা এই কিংবদন্তি ব্যাটারের নামের পাশে বেমামান। সিরিজে তৃতীয় এবং শেষ ম্যাচে ঘুরে দাঁড়াতে পারেন কি না ৩৭ ছুঁই ছুঁই এই ক্রিকেটার, সেটাই এখন দেখার বিষয়।
অন্যদিকে বিরাটের এমন হতাশার দিনে সিরিজ হাতছাড়া করেছে ভারত। তিন ম্যাচ সিরিজের প্রথম দুই ম্যাচ জিতে সিরিজ নিশ্চিত করে স্বাগতিক অস্ট্রেলিয়া। প্রথম ম্যাচে ৭ উইকেটে জয়ের পর গতকাল ২ উইকেটে জয় নিয়ে সিরিজ জিতে নেন অজিরা। সিরিজের শেষ ম্যাচে আগামীকাল মাঠে নামবে দুই দল।