ভারতের বিপক্ষে চলমান সিরিজের মাঝেই স্কোয়াডে বড়সড় পরিবর্তন এনেছে স্বাগতিক অস্ট্রেলিয়া। মূলত অ্যাশেজের জন্য প্রস্তুতির অংশ হিসেবে আনা হয়েছে এই রদবদল।
এর ফলে ভারতের বিপক্ষে বাকি থাকা একটি ওয়ানডে ও পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে অজি ক্রিকেটাররা থাকবেন যাওয়া-আসার মধ্যে।
সিরিজের শেষ ওয়ানডের জন্য স্কোয়াডের বাইরে রাখা হয়েছে মার্নাস লাবুশেন'কে। দলে ডাকা হয়েছে জ্যাক এডওয়ার্ডস ও ম্যাথু কুনেম্যানকে। আর টি-টোয়েন্টিতে পেসার জশ হ্যাজলউড প্রথম দুই ম্যাচ এবং শন অ্যাবট তিন ম্যাচ পরই ছাড়বেন জাতীয় দল।
অপরদিকে, ইনজুরি কাটিয়ে তৃতীয় ম্যাচ থেকে স্কোয়াডে যুক্ত হবেন গ্লেন ম্যাক্সওয়েল। এছাড়া জশ ফিলিপ'কে সিরিজের সবগুলো ম্যাচ এবং চতুর্থ ও পঞ্চম ম্যাচের জন্য বেন দারউইশ ও মাহলি বেয়ার্ডম্যানকে তৃতীয় ম্যাচ থেকে ডাকা হয়েছে।
অস্ট্রেলিয়ার টি-টোয়েন্টি স্কোয়াড: মিচেল মার্শ (অধিনায়ক), শন অ্যাবট, মাহলি বেয়ার্ডম্যান (শেষ তিন ম্যাচ), জাভিয়ের বার্টলেট, টিম ডেভিড, বেন ডারউইশ (শেষ দুই ম্যাচ), নাথান এলিস, জশ হ্যাজলউড (প্রথম দুই ম্যাচ), ট্রাভিস হেড, জশ ইংলিস (উইকেটরক্ষক), ম্যাথু কুনেমান, মিচেল ওয়েন, জশ ফিলিপ (উইকেটরক্ষক), ম্যাথু শর্ট, মার্কাস স্টয়নিস ও অ্যাডাম জাম্পা।
উল্লেখ্য, ভারত-অস্ট্রেলিয়া পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ শুরু হবে ক্যানবেরায় ২৯ অক্টোবর থেকে। এরপর ম্যাচগুলো হবে যথাক্রমে মেলবোর্ন (৩১ অক্টোবর), হোবার্ট (২ নভেম্বর), গোল্ডকোস্ট (৬ নভেম্বর) ও ব্রিসবেনে (৮ নভেম্বর)।
এর ফলে ভারতের বিপক্ষে বাকি থাকা একটি ওয়ানডে ও পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে অজি ক্রিকেটাররা থাকবেন যাওয়া-আসার মধ্যে।
সিরিজের শেষ ওয়ানডের জন্য স্কোয়াডের বাইরে রাখা হয়েছে মার্নাস লাবুশেন'কে। দলে ডাকা হয়েছে জ্যাক এডওয়ার্ডস ও ম্যাথু কুনেম্যানকে। আর টি-টোয়েন্টিতে পেসার জশ হ্যাজলউড প্রথম দুই ম্যাচ এবং শন অ্যাবট তিন ম্যাচ পরই ছাড়বেন জাতীয় দল।
অপরদিকে, ইনজুরি কাটিয়ে তৃতীয় ম্যাচ থেকে স্কোয়াডে যুক্ত হবেন গ্লেন ম্যাক্সওয়েল। এছাড়া জশ ফিলিপ'কে সিরিজের সবগুলো ম্যাচ এবং চতুর্থ ও পঞ্চম ম্যাচের জন্য বেন দারউইশ ও মাহলি বেয়ার্ডম্যানকে তৃতীয় ম্যাচ থেকে ডাকা হয়েছে।
অস্ট্রেলিয়ার টি-টোয়েন্টি স্কোয়াড: মিচেল মার্শ (অধিনায়ক), শন অ্যাবট, মাহলি বেয়ার্ডম্যান (শেষ তিন ম্যাচ), জাভিয়ের বার্টলেট, টিম ডেভিড, বেন ডারউইশ (শেষ দুই ম্যাচ), নাথান এলিস, জশ হ্যাজলউড (প্রথম দুই ম্যাচ), ট্রাভিস হেড, জশ ইংলিস (উইকেটরক্ষক), ম্যাথু কুনেমান, মিচেল ওয়েন, জশ ফিলিপ (উইকেটরক্ষক), ম্যাথু শর্ট, মার্কাস স্টয়নিস ও অ্যাডাম জাম্পা।
উল্লেখ্য, ভারত-অস্ট্রেলিয়া পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ শুরু হবে ক্যানবেরায় ২৯ অক্টোবর থেকে। এরপর ম্যাচগুলো হবে যথাক্রমে মেলবোর্ন (৩১ অক্টোবর), হোবার্ট (২ নভেম্বর), গোল্ডকোস্ট (৬ নভেম্বর) ও ব্রিসবেনে (৮ নভেম্বর)।