ঘোড়ার গাড়িতে চড়িয়ে প্রধান শিক্ষিকাকে বিদায়

আপলোড সময় : ২২-১০-২০২৫ ০৭:৪৯:২৩ অপরাহ্ন , আপডেট সময় : ২২-১০-২০২৫ ০৭:৪৯:২৩ অপরাহ্ন
পাবনার ৩৮নং দ্বীপচর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা শাফিনা শামসুন্নাহার কবিতাকে ঘোড়ার গাড়িতে চড়িয়ে রাজকীয়ভাবে বিদায় দিয়েছেন তার সহকর্মী ও শিক্ষার্থীরা।

তিনি দীর্ঘদিন ধরে শিক্ষার্থীদের মধ্যে ছড়িয়েছেন শিক্ষার আলো। সেই শিক্ষার্থীদের কেউ এখন সরকারের উর্ধ্বতন কর্মকর্তা, কেউ জনপ্রতিনিধি, আবার কেউবা দেশের স্বনামধন্য ব্যবসায়ী। তাই প্রিয় শিক্ষিকার চাকরি জীবনের শেষ কর্মদিবসকে স্মরণীয় করে রাখতে ভোলেননি তারা। বিশেষ এ দিনটি স্মরণীয় করে রেখেছেন তার সহকর্মী ও শিক্ষার্থীরা। সুসজ্জিত ঘোড়ার গাড়িতে চড়িয়ে প্রধান শিক্ষিকা শাফিনা শামসুন্নাহার কবিতাকে বিদায় দেওয়া হয়।

এসময় আয়োজিত আলোচনা সভায় বক্তব্য রাখেন, ইসলামপুর রাম সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক নাসিমা আক্তার, দক্ষিণ কোমরপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক
এসএম সালাউদ্দিন সোহাগ, বলরামপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক শামিমা আক্তার, চর রানীনগর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক নার্গিস আক্তার, চর রাধাকান্তপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক মো. আব্দুল কাদের মিঠু, বিদ্যালয়ের সহকারী শিক্ষক জান্নাতুল ফেরদৌস, রেহেনা পারভীন, মোছা. শামসুন্নাহার, খাদিজা ইয়াসমিন, সামছুন নাহার পপি, ইমদাদুল হক, শাহীনা পারভীন, সম্পা ইসলাম, ফিরোজা খাতুন প্রমূখ।

অনুষ্ঠানের সভাপতিত্ব করেন অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক জনাব খলিলুর রহমান এবং সঞ্চালনা করেন দ্বীপচর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক তুহিনা আক্তার। অনুষ্ঠানে প্রধান
শিক্ষিকাকে নিয়ে স্বরচিত কবিতা পাঠ করেন বিদ্যালয়ের সহকারী শিক্ষক ফাহমিদা জামান এবং অশ্রুসজল চোখে মানপত্র পাঠ করেন সহকারী শিক্ষক নাজনীন আক্তার।

বিদ্যালয় কর্তৃপক্ষের আয়োজনে অনুষ্ঠিত বিদায় অনুষ্ঠানে প্রাক্তন ও বর্তমান শিক্ষার্থী, সহকর্মী, অভিভাবকসহ এলাকাবাসী উপ¯ি’ত ছিল। শিক্ষককে বিদায় জানাতে জড়ো হওয়া সবার
চোখে-মুখে ছিল আবেগের ছাপ।

সম্পাদকীয় :

Publisher & Editor :Md. Abu Hena Mostafa Zaman

Mobile No: 01971- 007766; 01711-954647

রাজশাহীর সময় অনলাইন নিউজ পোর্টাল আবেদনকৃত চলচ্চিত্র ও প্রকাশনা অধিদপ্তর, ঢাকা ।

অফিস :

Head office: 152- Aktroy more ( kazla)-6204 Thana : Motihar,Rajshahi

Email : [email protected],                    [email protected]