আবাসিক হোটেলে হঠাৎ অভিযান, ১১ তরুণ-তরুণী ধরা

আপলোড সময় : ২২-১০-২০২৫ ০৫:৫৮:২৬ অপরাহ্ন , আপডেট সময় : ২২-১০-২০২৫ ০৫:৫৮:২৬ অপরাহ্ন
খুলনায় অসামাজিক কার্যকলাপের অভিযোগে আবাসিক হোটেল থেকে ১১ তরুণ-তরুণীকে আটক করা হয়েছে।

মঙ্গলবার (২১ অক্টোবর) রাতে নগরীর ডাকবাংলা মোড়ের হোটেল খুলনা গার্ডেন আবাসিক ও লোয়ার যশোর রোডের হোটেল এনিটায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।

আটককৃতদের মধ্যে হাসিব (২৫), রমজান মোড়ল (২৪), নয়ন মোল্যা (৩২), মাকসুদুল ইসলাম (২৪) ও সাব্বির হাওলাদারসহ (১৮) তরুণীরা রয়েছেন।

পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে রাতে নগরীর ডাকবাংলা মোড়ের হোটেল খুলনা গার্ডেন আবাসিক এবং লোয়ার যশোর রোডের হোটেল এনিটা আবাসিকে একযোগে অভিযান চালানো হয়। এ সময় অসামাজিক কার্যক্রমে জড়িত থাকার অভিযোগে ১১ তরুণ-তরুণীকে আটক করা হয়। অভিযান শেষে আটককৃতদের থানায় নেওয়া হয় এবং যাচাই-বাছাই শেষে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।

এ বিষয়ে সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিকুল ইসলাম গণমাধ্যমকে বলেন, খুলনা শহরে দীর্ঘদিন ধরে কিছু আবাসিক হোটেলে গোপনে অসামাজিক কার্যক্রম চলছে— এমন অভিযোগ পুলিশের কাছে আসছিল। পরে স্থানীয়দের অভিযোগ ও গোপন সংবাদের ভিত্তিতে এ অভিযান চালানো হয়। 

তিনি আরও বলেন, অসামাজিক কার্যকলাপে জড়িতদের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি অনুসরণ করছে খুলনা মেট্রোপলিটন পুলিশ। নাগরিক নৈতিকতা ও সামাজিক শৃঙ্খলা বজায় রাখতে এ ধরনের অভিযান নিয়মিতভাবে পরিচালনা করা হবে।

সম্পাদকীয় :

Publisher & Editor :Md. Abu Hena Mostafa Zaman

Mobile No: 01971- 007766; 01711-954647

রাজশাহীর সময় অনলাইন নিউজ পোর্টাল আবেদনকৃত চলচ্চিত্র ও প্রকাশনা অধিদপ্তর, ঢাকা ।

অফিস :

Head office: 152- Aktroy more ( kazla)-6204 Thana : Motihar,Rajshahi

Email : [email protected],                    [email protected]