
তৃতীয় কন্যাসন্তান হওয়ায় সাতক্ষীরার কলারোয়ায় নবজাতককে হত্যা করেছে পাষণ্ড মা। এ ঘটনায় আটক করা হয়েছে শিশুটির মা শারমিন আক্তারকে, আর জিজ্ঞাসাবাদের পর ছেড়ে দেওয়া হয়েছে নবজাতকের বাবাকে।
গতকাল সোমবার (২১ অক্টোবর) রাতে উপজেলার কাজিরহাট হাইস্কুল মাঠ সংলগ্ন খাল থেকে পাঁচদিন বয়সী শিশুর মরদেহ উদ্ধার করা হয়।
স্থানীয়রা জানায়, সোমবার বিকেলে নবজাতককে নিয়ে তার মা বাইরে যান। কিছুক্ষণ পর তিনি ফিরে এসে জানান, সন্তানকে পাওয়া যাচ্ছে না। পরে নবজাতকের বাবা ইব্রাহিম খলিল কলারোয়া থানায় গিয়ে সন্তান নিখোঁজের অভিযোগ করতে যান।
পুলিশের সন্দেহ হলে থানার একটি তদন্ত টিম ঘটনাস্থলে গিয়ে জিজ্ঞাসাবাদ করে স্বামী-স্ত্রীকে। এ সময়, স্ত্রীর স্বীকারোক্তি অনুযায়ী রাতে পাশের পুকুর থেকে উদ্ধার করা হয় শিশুর মরদেহ। এ ঘটনায় নবজাতকের দাদী বাদী হয়ে হত্যা মামলা করেছেন।
কলারোয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) শেখ সাইফুল ইসলাম জানান, এটি একটি নির্মম ঘটনা। শিশুটির মাকে আটক করা হয়েছে।
গতকাল সোমবার (২১ অক্টোবর) রাতে উপজেলার কাজিরহাট হাইস্কুল মাঠ সংলগ্ন খাল থেকে পাঁচদিন বয়সী শিশুর মরদেহ উদ্ধার করা হয়।
স্থানীয়রা জানায়, সোমবার বিকেলে নবজাতককে নিয়ে তার মা বাইরে যান। কিছুক্ষণ পর তিনি ফিরে এসে জানান, সন্তানকে পাওয়া যাচ্ছে না। পরে নবজাতকের বাবা ইব্রাহিম খলিল কলারোয়া থানায় গিয়ে সন্তান নিখোঁজের অভিযোগ করতে যান।
পুলিশের সন্দেহ হলে থানার একটি তদন্ত টিম ঘটনাস্থলে গিয়ে জিজ্ঞাসাবাদ করে স্বামী-স্ত্রীকে। এ সময়, স্ত্রীর স্বীকারোক্তি অনুযায়ী রাতে পাশের পুকুর থেকে উদ্ধার করা হয় শিশুর মরদেহ। এ ঘটনায় নবজাতকের দাদী বাদী হয়ে হত্যা মামলা করেছেন।
কলারোয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) শেখ সাইফুল ইসলাম জানান, এটি একটি নির্মম ঘটনা। শিশুটির মাকে আটক করা হয়েছে।