ফুলবাড়ীতে শতবর্ষী কবরস্থান দখলের চেষ্টা রুখে দাঁড়াল এলাকাবাসী

আপলোড সময় : ২৮-০৫-২০২৫ ০৪:০১:০৫ অপরাহ্ন , আপডেট সময় : ২৮-০৫-২০২৫ ০৪:০১:০৫ অপরাহ্ন
দিনাজপুরের ফুলবাড়ীতে শত বছরের পুরোনো কবরস্থান রক্ষায় রাস্তায় নেমে এলেন এলাকাবাসী। পূর্ব গৌরিপাড়া গ্রামে অবস্থিত একমাত্র কবরস্থানটি রক্ষার দাবিতে মানববন্ধনে অংশ নেন শত শত নারী-পুরুষ।

বুধবার (২৮ মে) সকাল ১১টায় ফুলবাড়ী পৌর শহরের ঢাকামোড় এলাকায় দিনাজপুর-গোবিন্দগঞ্জ আঞ্চলিক মহাসড়কের পাশে ঘণ্টাব্যাপী এ মানববন্ধন কর্মসূচি পালিত হয়।

মানববন্ধনে সভাপতিত্ব করেন কবরস্থান পরিচালনা কমিটির সভাপতি শফিকুল ইসলাম জুয়েল। এতে বক্তব্য রাখেন উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান ও কমিটির উপদেষ্টা নাজমুল হক নাজিম, মসজিদ কমিটির সভাপতি আলহাজ্ব আলতাফ হোসেন, কবরস্থান কমিটির সহ-সভাপতি হানিফ মণ্ডল ও মেহেরুল ইসলাম, যুগ্ম সাধারণ সম্পাদক জাহাঙ্গির আলম, আজহার আলী, মোমিনুল ইসলাম প্রমুখ।

বক্তারা জানান, এক শতাব্দী পুরোনো এই কবরস্থানে এলাকাবাসীর প্রিয়জন ও পূর্বপুরুষরা চিরনিদ্রায় শায়িত। এটি শুধু একটি কবরস্থান নয়, এটি এলাকাবাসীর আবেগ, ইতিহাস ও বিশ্বাসের অংশ। অথচ সম্প্রতি একটি প্রভাবশালী মহল কবরস্থানের একটি অংশ দখলে নিতে মরিয়া হয়ে উঠেছে।বক্তারা হুঁশিয়ারি দিয়ে বলেন, কবরস্থানের এক ইঞ্চি জমিও দখল হতে দেওয়া হবে না। প্রয়োজনে বড় পরিসরে আন্দোলন গড়ে তোলা হবে।

তারা প্রশাসনের কাছে কবরস্থানের সীমানা নির্ধারণ, সরকারি খতিয়ানভুক্তকরণ এবং দখলচেষ্টাকারীদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা গ্রহণের জোর দাবি জানান।
মানববন্ধন শেষে বক্তারা বলেন, “আমরা পূর্বপুরুষদের সম্মান রক্ষায় একচুলও পিছু হটবো না।”

এলাকাবাসীর ঐক্যবদ্ধ অবস্থান এবং এই শান্তিপূর্ণ প্রতিবাদ যেন কেবল কবরস্থান নয়, নিজেদের শেকড় রক্ষার এক দৃপ্ত ঘোষণায় পরিণত হয়। ##

সম্পাদকীয় :

Publisher & Editor :Md. Abu Hena Mostafa Zaman

Mobile No: 01971- 007766; 01711-954647

রাজশাহীর সময় অনলাইন নিউজ পোর্টাল আবেদনকৃত চলচ্চিত্র ও প্রকাশনা অধিদপ্তর, ঢাকা ।

অফিস :

Head office: 152- Aktroy more ( kazla)-6204 Thana : Motihar,Rajshahi

Email : [email protected],                    [email protected]