গেটাফেকে হারিয়ে লা লিগার শীর্ষে রিয়াল মাদ্রিদ

আপলোড সময় : ২০-১০-২০২৫ ০১:১৮:০২ অপরাহ্ন , আপডেট সময় : ২০-১০-২০২৫ ০১:১৮:০২ অপরাহ্ন
আবারও নায়ক কিলিয়ান এমবাপে। তাঁর একমাত্র গোলেই রিয়াল মাদ্রিদ ফিরল লা লিগার শীর্ষে। রবিবার রাতে গেটাফের মাঠে কঠিন ম্যাচে ১–০ ব্যবধানে জিতে গুরুত্বপূর্ণ তিন পয়েন্ট ছিনিয়ে নিল জাবি আলোনসো টিম।

৭৭ মিনিট পর্যন্ত গোলের রাস্তা খোলেনি। সুযোগ তৈরি হচ্ছিল, কিন্তু দেখা মিলছিল না। ঠিক তখনই নাটকীয় মোড়—ভিনি জুনিয়রকে অবৈধ ট্যাকেলের কারণে। মাত্র ৪০ সেকেন্ড আগে মাঠে নামা গেটাফে ফুটবলার অ্যালান নিয়ম সরাসরি লাল কার্ড দেখেন। রেফারিও দ্বিধা না রেখে তাঁকে মাঠা ছাড়ার নির্দেশ দেন।

এই সুযোগটাই কাজে লাগায় রিয়াল। ৮০ মিনিটে তরুণ আরদা গুলের নিখুঁত থ্রু–পাস পেয়ে বক্সের ভেতর থেকে জোরালো শটে বল জালে জড়ান এমবাপে। লিগে তাঁর দশ নম্বর গোল। একইসঙ্গে, পরপর ১১ ম্যাচে গোলের রেকর্ডও গড়লেন ফরাসি তারকা। ক্লাব ও দেশের হয়ে এখন ১৪ ম্যাচে ১৩ বার গোল করেছেন—অভূতপূর্ব ধারাবাহিকতা! রিয়ালের কোচ আলোনসো ম্যাচ শেষে বলেন, ‘কিলিয়ান যেভাবে খেলছে, তাতে ওর আত্মবিশ্বাসই দলের সবচেয়ে বড় শক্তি। কিন্তু শুধু গোল নয়, ওর অংশগ্রহণও দারুণ। এই ফর্ম আমাদের ধরে রাখতে হবে!’

পিছিয়ে যাওয়ার পর গেটাফের ওপর চাপ আরও বাড়ে। ৮৪ মিনিটে দ্বিতীয় আঘাত—অ্যালেক্স সানক্রিস দ্বিতীয় হলুদ দেখে বিদায় নেন। ৯ জন নিয়ে খেলতে নেমেও লড়াই ছাড়েনি তারা। অতিরিক্ত সময়ে আবু কামারার শট বিপজ্জনকভাবে গোলমুখে এলেও দুরন্ত সেভ করেন থিবো কুর্তোয়া।

গেটাফের কোচ হোসে বোর্দালাস ম্যাচ শেষে ক্ষুব্ধ। রাগের সুরে বলেন, ‘ওটা কোনোভাবেই লাল কার্ড হতে পারে না, সবচেয়ে বেশি হলুদ। ওই মুহূর্তেই ম্যাচের গতি বদলে যায়!’ তাঁর অভিযোগ, ভিনিসিয়াসের কথাতেই নিয়ম উত্তেজিত হয়ে পড়েন। কোচের বক্তব্য—‘ও বলেছিল, ‘ভালো করেছো, ওকে নামিয়েছো’—এই কথাতেই ওর মাথা গরম হয়ে যায়!’

গতকালের হারের পর গেটাফে নেমে গেল লিগ টেবিলের ১২ নম্বরে। টানা পাঁচ ম্যাচে কোনও জয় নেই। অন্যদিকে, রিয়াল মাদ্রিদ জিতল টানা দ্বিতীয় ম্যাচ, ফিরে এল শীর্ষে—বার্সেলোনার থেকে দুই পয়েন্ট এগিয়ে।

সম্পাদকীয় :

Publisher & Editor :Md. Abu Hena Mostafa Zaman

Mobile No: 01971- 007766; 01711-954647

রাজশাহীর সময় অনলাইন নিউজ পোর্টাল আবেদনকৃত চলচ্চিত্র ও প্রকাশনা অধিদপ্তর, ঢাকা ।

অফিস :

Head office: 152- Aktroy more ( kazla)-6204 Thana : Motihar,Rajshahi

Email : [email protected],                    [email protected]