
বলিউডে একের পর এক তারকাদম্পতি বাবা-মা হচ্ছেন। আরবাজ খান-সুরা খানের পরেই সুখবর দিলেন পরিণীতি চোপড়া ও রাঘব চড্ডা। খুব শীঘ্রই সুখবর শোনাবেন ক্যাটরিনা ও ভিকি। তাঁদের সঙ্গেই তালিকায় পত্রলেখা ও রাজকুমার রাও। খুব শীঘ্রই ভূমিষ্ঠ হবে তাঁদের সন্তান। পুত্র নাকি কন্যা, কিসের বাসনা তাঁদের?
দীপাবলির আবহেই হয়তো সুখবর শোনাতে পারেন পত্রলেখা ও রাজকুমার। বিয়ের চার বছরের মাথায় বাবা-মা হওয়ার সিদ্ধান্ত নিয়েছেন তাঁরা।
২০২১ সালে চার হাত এক হয় তাঁদের। যদিও বিয়ের আগে একাধিক বার তাঁরা জানিয়েছিলেন, সন্তান নিয়ে কোনও পরিকল্পনা নেই তাঁদের। যদিও সেই পত্রলেখা ও রাজকুমার, এ বার জীবনের নতুন অধ্যায় শুরু করতে চলেছেন।
পত্রলেখা বলেন, ‘‘আমি চাই, আমার সুস্থ হাসিখুশি একটা সন্তান হোক।’’ একসময় সন্তান প্রসবের জন্য আইভিএফ থেকে ডিম্বাণু সংরক্ষণ, নানা ধরনের পদ্ধতি চেষ্টা করেছিলেন। শেষমেশ যদিও স্বাভাবিক উপায়েই প্রসব করেন পত্রলেখা।
দীপাবলির আবহেই হয়তো সুখবর শোনাতে পারেন পত্রলেখা ও রাজকুমার। বিয়ের চার বছরের মাথায় বাবা-মা হওয়ার সিদ্ধান্ত নিয়েছেন তাঁরা।
২০২১ সালে চার হাত এক হয় তাঁদের। যদিও বিয়ের আগে একাধিক বার তাঁরা জানিয়েছিলেন, সন্তান নিয়ে কোনও পরিকল্পনা নেই তাঁদের। যদিও সেই পত্রলেখা ও রাজকুমার, এ বার জীবনের নতুন অধ্যায় শুরু করতে চলেছেন।
পত্রলেখা বলেন, ‘‘আমি চাই, আমার সুস্থ হাসিখুশি একটা সন্তান হোক।’’ একসময় সন্তান প্রসবের জন্য আইভিএফ থেকে ডিম্বাণু সংরক্ষণ, নানা ধরনের পদ্ধতি চেষ্টা করেছিলেন। শেষমেশ যদিও স্বাভাবিক উপায়েই প্রসব করেন পত্রলেখা।