
রাজশাহীর পুঠিয়ায় স্বামীর বন্ধুর দ্বারা এক গৃহবধূ ধর্ষণের শিকার হয়েছেন।
এ ঘটনায় দায়েরকৃত ধর্ষণ মামলার আসামি মোঃ জুয়েলকে (৩৫) গ্রেফতার করেছে র্যাব।
শুক্রবার (১৭ অক্টোবর) সন্ধ্যায় নাটোর জেলার নলডাঙ্গা থানাধীন মাধনগর ইউনিয়নের হালতি এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে র্যাব-৫ রাজশাহী ও সিপিসি-২, নাটোর ক্যাম্পের একটি যৌথ আভিযানিক দল।
গ্রেফতার ধর্ষক জুয়েল নাটোর সদর উপজেলার জয়রামপুর গ্রামের মোঃ নবাবের ছেলে।
শনিবার দুপুরে র্যাব-৫, রাজশাহীর মোল্লাপাড়া ক্যাম্পের পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করা হয়।
র্যাব জানায়, গত মঙ্গলবার (৭ অক্টোবর), রাত সাড়ে ১০টার দিকে পুঠিয়া উপজেলার পীরগাছা গ্রামে জুয়েল ভুক্তভোগী গৃহবধূর স্বামীর বন্ধু হওয়ায় তাদের বাড়িতে তার যাতায়াত করতো। ঘটনার দিন রাতে জুয়েল ওই বাড়িতে গিয়ে গৃহবধূর স্বামীর খোঁজ করে। স্বামী ভ্যান নিয়ে ভাড়ায় গেছে বলে গৃহবধূ জানালে, জুয়েল জোরপূর্বক ঘরে প্রবেশ করে গৃহবধূকে ধর্ষণ করে।
এ ঘটনায় ভুক্তভোগী গৃহবধূ নিজেই বাদী হয়ে পুঠিয়া থানায় ধর্ষক জুয়েলের বিরুদ্ধে ধর্ষণ মামলা দায়ের করেন। মামলার পর থেকেই আসামি পলাতক ছিল।
গ্রেফতারের জুয়েলকে পুঠিয়া থানা পুলিশের কাছে হস্তান্তর করে র্যাব।
শনিবার সকালে তাকে আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করেছে পুঠিয়া থানা পুলিশ।
এ ঘটনায় দায়েরকৃত ধর্ষণ মামলার আসামি মোঃ জুয়েলকে (৩৫) গ্রেফতার করেছে র্যাব।
শুক্রবার (১৭ অক্টোবর) সন্ধ্যায় নাটোর জেলার নলডাঙ্গা থানাধীন মাধনগর ইউনিয়নের হালতি এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে র্যাব-৫ রাজশাহী ও সিপিসি-২, নাটোর ক্যাম্পের একটি যৌথ আভিযানিক দল।
গ্রেফতার ধর্ষক জুয়েল নাটোর সদর উপজেলার জয়রামপুর গ্রামের মোঃ নবাবের ছেলে।
শনিবার দুপুরে র্যাব-৫, রাজশাহীর মোল্লাপাড়া ক্যাম্পের পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করা হয়।
র্যাব জানায়, গত মঙ্গলবার (৭ অক্টোবর), রাত সাড়ে ১০টার দিকে পুঠিয়া উপজেলার পীরগাছা গ্রামে জুয়েল ভুক্তভোগী গৃহবধূর স্বামীর বন্ধু হওয়ায় তাদের বাড়িতে তার যাতায়াত করতো। ঘটনার দিন রাতে জুয়েল ওই বাড়িতে গিয়ে গৃহবধূর স্বামীর খোঁজ করে। স্বামী ভ্যান নিয়ে ভাড়ায় গেছে বলে গৃহবধূ জানালে, জুয়েল জোরপূর্বক ঘরে প্রবেশ করে গৃহবধূকে ধর্ষণ করে।
এ ঘটনায় ভুক্তভোগী গৃহবধূ নিজেই বাদী হয়ে পুঠিয়া থানায় ধর্ষক জুয়েলের বিরুদ্ধে ধর্ষণ মামলা দায়ের করেন। মামলার পর থেকেই আসামি পলাতক ছিল।
গ্রেফতারের জুয়েলকে পুঠিয়া থানা পুলিশের কাছে হস্তান্তর করে র্যাব।
শনিবার সকালে তাকে আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করেছে পুঠিয়া থানা পুলিশ।