সড়ক দুর্ঘটনা রোধে নিসচার মাসব্যাপী কর্মসূচি

আপলোড সময় : ১৮-১০-২০২৫ ০৭:৪৬:১২ অপরাহ্ন , আপডেট সময় : ১৮-১০-২০২৫ ০৭:৪৬:১২ অপরাহ্ন
জাতীয় নিরাপদ সড়ক দিবস-২০২৫ উপলক্ষে নিরাপদ সড়ক চাই (নিসচা), রাজশাহী জেলা শাখা জনসচেতনতামূলক কর্মসূচি পালন করেছে। 

মানসম্মত হেলমেট ও নিরাপদ গতি, কমবে জীবন ও সম্পদের ক্ষতি প্রতিপাদ্যকে সামনে রেখে মাসব্যাপী কর্মসূচির অংশ হিসেবে এই আয়োজন করা হয়।

রাজশাহী মহানগরীর কাশিয়াডাঙ্গা মোড়ে সড়ক দুর্ঘটনা রোধে জনসচেতনতামূলক ট্রাফিক ক্যাম্পেইন ও লিফলেট বিতরণ করা হয়। এই কর্মসূচিতে অংশগ্রহণ করেন নিসচা রাজশাহী জেলা শাখার সভাপতি অ্যাডভোকেট তৌফিক আহসান টিটু, সহ-সাধারণ সম্পাদক প্রকৌশলী আরিফুল ইসলাম ও সাবান আলী দিলীপ, সাংগঠনিক সম্পাদক ডা. আমানুল্লাহ বিন আখতার আবিদ এবং যুব বিষয়ক সম্পাদক রুহুল হাসান পলাশ।

এছাড়াও কার্যকরী সদস্য হিসেবে ডা. আরিফুল ইসলাম, আজমিরা আক্তার পাপিয়া, সবুজ আলী এবং সদস্যদের মধ্যে আঁখি, মিজান, মেরিনা, ইশতিয়াকসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, প্রতি বছর ২২শে অক্টোবর জাতীয় নিরাপদ সড়ক দিবস পালিত হয় এবং এ উপলক্ষে নিসচা মাসব্যাপী বিভিন্ন কর্মসূচি গ্রহণ করে থাকে।

সম্পাদকীয় :

Publisher & Editor :Md. Abu Hena Mostafa Zaman

Mobile No: 01971- 007766; 01711-954647

রাজশাহীর সময় অনলাইন নিউজ পোর্টাল আবেদনকৃত চলচ্চিত্র ও প্রকাশনা অধিদপ্তর, ঢাকা ।

অফিস :

Head office: 152- Aktroy more ( kazla)-6204 Thana : Motihar,Rajshahi

Email : [email protected],                    [email protected]