​পুণ্ড্র ইউনিভার্সিটিতে ব্লাড এইড ক্লাব গঠিত

আপলোড সময় : ১৮-১০-২০২৫ ০৭:১৭:০৩ অপরাহ্ন , আপডেট সময় : ১৮-১০-২০২৫ ০৭:১৭:০৩ অপরাহ্ন
পুণ্ড্র ইউনিভার্সিটি অব সায়েন্স অ্যান্ড টেকনোলজি, বগুড়ায় শিক্ষার্থীদের অংশগ্রহণে পিইউবি ব্লাড এইড ক্লাব গঠিত হয়েছে।

নবগঠিত স্বেচ্ছাসেবী সংগঠনের সদস্যদের একটি পরিচিতিমূলক সভা শনিবার (১৮ অক্টোবর) দুপুরে ২০তলা নতুন একাডেমিক ভবনের ৫০৭ নম্বর কনফারেন্স কক্ষে অনুষ্ঠিত হয়।

সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য প্রদান করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. চিত্তরঞ্জন মিশ্র।

সভায় আরো বক্তব্য রাখেন পিইউবি ট্রেজারার প্রফেসর মুহা. সুজন শাহ-ই-ফজলুল, বিজ্ঞান ও প্রকৌশল অনুষদের ডিন প্রফেসর ড. মোঃ রফিকুল আহসান, মানবিক ও সামাজিক বিজ্ঞান অনুষদের ডিন প্রফেসর ড. আহমেদ শরীফ তালুকদার, রেজিস্ট্রার ড. এস. জে. আনোয়ার জাহিদ, পরিচালক (অর্থ) মোঃ আফসার আলী এফসিএমএ, প্রক্টর সাব্বির হাসান, উপদেষ্টা (ছাত্র কল্যাণ) মোঃ নাজমুল হক। পিইউবি ব্লাড এইড নামের এই স্বেচ্ছাসেবী সংগঠনটি মূমুর্ষ মানুষের প্রাণ বাচাঁতে অগ্রণী ভূমিকা রাখবে বলে বক্তারা মতামত ব্যক্ত করেন। সভাপতি আরাফাত রহমান এবং সাধারণ সম্পাদক আল কারিমুল হাসান এর নেতৃত্বে ৩২ সদস্য বিশিষ্ট কমিটির সকলকে ফুল দিয়ে বরণ করে নেন উপাচার্য প্রফেসর ড. চিত্তরঞ্জন মিশ্র।

সম্পাদকীয় :

Publisher & Editor :Md. Abu Hena Mostafa Zaman

Mobile No: 01971- 007766; 01711-954647

রাজশাহীর সময় অনলাইন নিউজ পোর্টাল আবেদনকৃত চলচ্চিত্র ও প্রকাশনা অধিদপ্তর, ঢাকা ।

অফিস :

Head office: 152- Aktroy more ( kazla)-6204 Thana : Motihar,Rajshahi

Email : [email protected],                    [email protected]