সামান্থা, তামান্না, রাকুলের ‘ভোটার কার্ড’, জুবিলি হিল্‌স-এর উপ-নির্বাচনের আগে কী ঘটল নায়িকাদের সঙ্গে?

আপলোড সময় : ১৭-১০-২০২৫ ১২:১২:৪৭ পূর্বাহ্ন , আপডেট সময় : ১৭-১০-২০২৫ ১২:১২:৪৭ পূর্বাহ্ন
চারিদিকে ছড়িয়ে রয়েছে সামান্থা রুথ প্রভু, তামান্না ভাটিয়া, রাকুল প্রীতের ভোটার কার্ড। যেখানে দেখা যাচ্ছে, তিনজনের ঠিকানা একটাই। ১১ নভেম্বর তেলঙ্গানার জুবিলি হিল্‌স বিধানসভা আসনের উপনির্বাচন। তার আগেই ঘটেছে এমন ঘটনা। অভিনেত্রীর ভুয়ো ভোটার কার্ড ছড়িয়ে পড়ায় সবার কপালে চিন্তার ভাঁজ। এই ঘটনা নজর এড়ায়নি নির্বাচন কমিশনের।

নির্বাচন কমিশনের তরফে জানানো হয়েছে, সবটাই খতিয়ে দেখা হবে। কী করে ঘটল এই ঘটনা? স্থানীয় বিধায়ক মগন্তি গোপীনাথের আকস্মিক মৃত্যু ঘটে গত জুনে। তার পর থেকে ওই আসনটি ফাঁকা। কংগ্রেসের তরফে ওই আসনে প্রার্থী হিসাবে দাঁড়াচ্ছেন ভি নবীন যাদব। বিপক্ষে বিআরএস প্রার্থী হিসাবে দাঁড়াচ্ছেন প্রয়াত বিধায়কের স্ত্রী মগন্তি সুনীতা। এই দৌড়ে রয়েছেন বিজেপি প্রার্থী লঙ্কলা দীপক রেড্ডি।

প্রসঙ্গত, তিন জনপ্রিয় নায়িকার ভুয়ো ভোটার কার্ড নিয়ে জলঘোলা হলেও তাঁদের কারও তরফে এখনও কোনও মন্তব্য আসেনি। নির্বাচনে ভোট নিয়ে কারচুপির ঘটনা নতুন নয়। গোটা দেশের বিভিন্ন দফায় যেখানে যেখানে নির্বাচন হয়, এ রকম অনেক ঘটনা উঠে আসে।

সম্পাদকীয় :

Publisher & Editor :Md. Abu Hena Mostafa Zaman

Mobile No: 01971- 007766; 01711-954647

রাজশাহীর সময় অনলাইন নিউজ পোর্টাল আবেদনকৃত চলচ্চিত্র ও প্রকাশনা অধিদপ্তর, ঢাকা ।

অফিস :

Head office: 152- Aktroy more ( kazla)-6204 Thana : Motihar,Rajshahi

Email : [email protected],                    [email protected]