রাকসু নির্বাচনের ফল প্রকাশে লাগতে পারে ১৭ ঘণ্টা

আপলোড সময় : ১৫-১০-২০২৫ ০৩:৪২:০৬ অপরাহ্ন , আপডেট সময় : ১৫-১০-২০২৫ ০৩:৪২:০৬ অপরাহ্ন
রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের নির্বাচনের ফল প্রকাশ হতে প্রায় ১৭ ঘণ্টা লাগতে পারে বলে জানিয়েছেন রাকসু নির্বাচনের প্রধান নির্বাচন কমিশনার প্রফেসর ড. এফ নজরুল ইসলাম।

বুধবার (১৫ অক্টোবর) দুপুরে সিনেট ভবনে এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান তিনি। 

ড. এফ নজরুল ইসলাম বলেন, এরই মধ্যে রাকসু নির্বাচনের সকল প্রস্তুতি সম্পন্ন করেছে। আমাদের মূল লক্ষ্য একটি অংশগ্রহণমূলক, স্বচ্ছ, শান্তিপূর্ণ ও গ্রহণযোগ্য নির্বাচন উপহার দেয়া।

এ সময় তিনি বলেন, ২৮ হাজার ৯০১ জন ভোটারের বিপরীতে একই সংখ্যক ব্যালট পেপার ছাপানো হয়েছে। এ ছাড়াও বৃহস্পতিবার অনুষ্ঠিত হতে যাওয়া নির্বাচনে অংশগ্রহণ করছেন ৮৬০ জন প্রার্থী। নির্বাচনে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে ৯টি একাডেমিক ভবনের স্থাপিত ১৭টি ভোট কেন্দ্রে। এই নির্বাচনে ২৩টি পদে মোট ৩০৫ জন প্রার্থী প্রতিযোগিতা করছেন আর সিনেটের পাঁচটি পদে ৫৮ জন প্রতিদ্বন্দ্বিতা করছেন। 

এ দিকে ভোটগ্রহণের সময় মোট ২১২ জন শিক্ষকের মধ্যে ১৭ জন প্রিজাইডিং অফিসার এবং অবশিষ্ট  শিক্ষকবৃন্দ সহকারী প্রিজাইডিং অফিসার হিসেবে ভোট পরিচালনার দায়িত্বে থাকবেন। এ ছাড়াও ৯১ জন পোলিং অফিসার হিসেবে দায়িত্ব পালন করবেন। 

নির্বাচনে ২ হাজার পুলিশ সদস্য, ৬ প্লাটুন বিজিবি, ১২ প্লাটুন র‌্যাব সদস্যরা পুরো ক্যাম্পাসে নিরাপত্তা নিশ্চিত করবেন। 

নজরুল ইসলাম আরও বলেন, নির্বাচন প্রক্রিয়ার প্রতিটি কার্যক্রম সিসিটিভি ক্যামেরার আওতায় থাকবে এবং স্বচ্ছ ব্যালট বাক্স ব্যবহার করা হবে এ নির্বাচনে। 

সম্পাদকীয় :

Publisher & Editor :Md. Abu Hena Mostafa Zaman

Mobile No: 01971- 007766; 01711-954647

রাজশাহীর সময় অনলাইন নিউজ পোর্টাল আবেদনকৃত চলচ্চিত্র ও প্রকাশনা অধিদপ্তর, ঢাকা ।

অফিস :

Head office: 152- Aktroy more ( kazla)-6204 Thana : Motihar,Rajshahi

Email : [email protected],                    [email protected]