
গাজা যুদ্ধবিরতি চুক্তির অধীনে কারাগার থেকে মুক্তি দেওয়া ফিলিস্তিনি বন্দীদের মধ্যে ১৫৪ জনকে জোরপূর্বক নির্বাসনে পাঠিয়েছে ইসরায়েল কর্তৃক। এ তথ্য জানতে পেরে হতবাক তাদের আত্মীয়রা। বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
প্রতিবেদনে বলা হয়, মুক্তিপ্রাপ্ত ওই ফিলিস্তিনিদের বাড়ি ফেরার অপেক্ষায় ছিলেন তারা। ইসরায়েলের এই পদক্ষেপকে অমানবিক বলে উল্লেখ করেছে নির্বাসিত ফিলিস্তিনিদের পরিবারগুলো।
তারা জানায়, বহু প্রতীক্ষার পর প্রিয়জনের মুক্তির খবরটা যেমন আনন্দের, তেমনি তাদেরকে অন্য দেশে বাধ্যতামূলক নির্বাসিত করার বিষয়টি কষ্টের।
পর্যবেক্ষকেরা বলছেন, এটি অবৈধ ও বন্দী বিনিময় চুক্তির দ্বৈত মানদণ্ড নীতির প্রমাণ। এতে ওই ফিলিস্তিনিদের নাগরিক অধিকার লঙ্ঘন হয়েছে। নির্বাসনে পাঠানো দেশগুলোতে তাদের নাগরিকত্ব না থাকায় নানা বিধিনিষেধের মুখে পড়তে হবে তাদের।
প্রতিবেদনে বলা হয়, মুক্তিপ্রাপ্ত ওই ফিলিস্তিনিদের বাড়ি ফেরার অপেক্ষায় ছিলেন তারা। ইসরায়েলের এই পদক্ষেপকে অমানবিক বলে উল্লেখ করেছে নির্বাসিত ফিলিস্তিনিদের পরিবারগুলো।
তারা জানায়, বহু প্রতীক্ষার পর প্রিয়জনের মুক্তির খবরটা যেমন আনন্দের, তেমনি তাদেরকে অন্য দেশে বাধ্যতামূলক নির্বাসিত করার বিষয়টি কষ্টের।
পর্যবেক্ষকেরা বলছেন, এটি অবৈধ ও বন্দী বিনিময় চুক্তির দ্বৈত মানদণ্ড নীতির প্রমাণ। এতে ওই ফিলিস্তিনিদের নাগরিক অধিকার লঙ্ঘন হয়েছে। নির্বাসনে পাঠানো দেশগুলোতে তাদের নাগরিকত্ব না থাকায় নানা বিধিনিষেধের মুখে পড়তে হবে তাদের।