
বন্দি বিনিময় কার্যকরের ২৪ ঘণ্টারও কম সময়ের মধ্যে গাজায় আবারও হামলা চালিয়েছে দখলদার নেতানিয়াহু বাহিনী। মঙ্গলবার (১৪ অক্টোবর) উপত্যকার শুজাইয়া এলাকায় এই হামলার ঘটনা ঘটে।
টাইমস অব ইসরাইল জানিয়েছে, ফিলিস্তিনিদের হত্যার বিষয়টি নিশ্চিত করেছে ইসরাইলের সামরিক বাহিনী।
ইসরাইলের প্রতিরক্ষা বাহিনী আইডিএফ দাবি করেছে, যুদ্ধবিরতি চুক্তির আওতায় গাজা সিটির পূর্বে শুজাইয়া এলাকায় অবস্থান করছিল ইসরাইলি সেনারা। মঙ্গলবার সকালে পাঁচ ফিলিস্তিনি নির্দিষ্ট সীমার রেখা অতিক্রম করে।
ইসরাইলি বাহিনী আরও জানায়, সন্দেহভাজনদের ছত্রভঙ্গ করার চেষ্টা করা হলে তারা অস্বীকৃতি জানায়। এসময় হুমকি বিবেচনায় আইডিএফ গুলি চালায়।
এক বিবৃতিতে আইডিএফ গাজার বাসিন্দাদের যুদ্ধবিরতি চুক্তির নির্দেশ অনুসরণ ও টহলরত সৈন্যদের কাছে না যাওয়ার আহ্বান জানিয়েছে।
গাজায় দীর্ঘ দুই বছরের যুদ্ধের অবসান ঘটিয়ে ইসরাইল ও হামাসের মধ্যে ঐতিহাসিক বন্দিবিনিময় হয়েছে। সোমবার (১৩ অক্টোবর) সকালে এই মুক্তি প্রক্রিয়া শুরু হয়। হামাস দুই দফায় ইসরাইলি বন্দিদের আন্তর্জাতিক রেডক্রস কমিটির (আইসিআরসি) হাতে তুলে দেয়। মুক্তি পাওয়া ইসরাইলিরা সীমান্ত পার হয়ে নিজ দেশে পৌঁছেছেন এবং সেখানে তাদের পরিবার-পরিজনের সঙ্গে মিলিত হওয়ার সুযোগ পাচ্ছেন।
অন্যদিকে ইসরাইলের কারাগার থেকে প্রায় ২ হাজার ফিলিস্তিনি বন্দি ও আটক ব্যক্তিকে বহনকারী বাস যখন গাজায় পৌঁছায়, তখন হাজার হাজার আত্মীয়স্বজন আনন্দাশ্রু নিয়ে তাদের বরণ করে নিতে ভিড় করেন। সূত্র: আল জাজিরা, টাইমস অব ইসরাইল
টাইমস অব ইসরাইল জানিয়েছে, ফিলিস্তিনিদের হত্যার বিষয়টি নিশ্চিত করেছে ইসরাইলের সামরিক বাহিনী।
ইসরাইলের প্রতিরক্ষা বাহিনী আইডিএফ দাবি করেছে, যুদ্ধবিরতি চুক্তির আওতায় গাজা সিটির পূর্বে শুজাইয়া এলাকায় অবস্থান করছিল ইসরাইলি সেনারা। মঙ্গলবার সকালে পাঁচ ফিলিস্তিনি নির্দিষ্ট সীমার রেখা অতিক্রম করে।
ইসরাইলি বাহিনী আরও জানায়, সন্দেহভাজনদের ছত্রভঙ্গ করার চেষ্টা করা হলে তারা অস্বীকৃতি জানায়। এসময় হুমকি বিবেচনায় আইডিএফ গুলি চালায়।
এক বিবৃতিতে আইডিএফ গাজার বাসিন্দাদের যুদ্ধবিরতি চুক্তির নির্দেশ অনুসরণ ও টহলরত সৈন্যদের কাছে না যাওয়ার আহ্বান জানিয়েছে।
গাজায় দীর্ঘ দুই বছরের যুদ্ধের অবসান ঘটিয়ে ইসরাইল ও হামাসের মধ্যে ঐতিহাসিক বন্দিবিনিময় হয়েছে। সোমবার (১৩ অক্টোবর) সকালে এই মুক্তি প্রক্রিয়া শুরু হয়। হামাস দুই দফায় ইসরাইলি বন্দিদের আন্তর্জাতিক রেডক্রস কমিটির (আইসিআরসি) হাতে তুলে দেয়। মুক্তি পাওয়া ইসরাইলিরা সীমান্ত পার হয়ে নিজ দেশে পৌঁছেছেন এবং সেখানে তাদের পরিবার-পরিজনের সঙ্গে মিলিত হওয়ার সুযোগ পাচ্ছেন।
অন্যদিকে ইসরাইলের কারাগার থেকে প্রায় ২ হাজার ফিলিস্তিনি বন্দি ও আটক ব্যক্তিকে বহনকারী বাস যখন গাজায় পৌঁছায়, তখন হাজার হাজার আত্মীয়স্বজন আনন্দাশ্রু নিয়ে তাদের বরণ করে নিতে ভিড় করেন। সূত্র: আল জাজিরা, টাইমস অব ইসরাইল