বাঘায় রাতভর অভিযানে চার হ্যাকার আটক, উদ্ধার নগদ টাকা, মোবাইল ও ইয়াবা — প্রতারণায় ব্যবহৃত ইমো ও বিকাশ অ্যাকাউন্ট চিহ্নিত করেছে পুলিশ।

রাজশাহীতে বিকাশ-ইমো হ্যাকিং চক্রের ৪ সদস্য গ্রেফতার, উদ্ধার নগদ অর্থ

আপলোড সময় : ১০-১০-২০২৫ ১২:৫৬:৫৮ পূর্বাহ্ন , আপডেট সময় : ১০-১০-২০২৫ ১২:৫৮:২২ পূর্বাহ্ন
রাজশাহী জেলার বাঘা থানার গড়গড়ী ইউনিয়নের আশরাফপুর গ্রাম থেকে বিকাশ ও ইমো প্রতারকচক্রের চারজন হ্যাকারকে গ্রেফতার করেছে রাজশাহী জেলা পুলিশ। বুধবার (৯ অক্টোবর ২০২৫ খ্রি.) রাত ৩টা ৫ মিনিটে বিশেষ অভিযানে তাদের আটক করা হয়।
গ্রেফতারকৃতরা হলেন— মো. জুবায়ের হাসান শিশির (২১) ও মো. জাহিদ হাসান সিজান (১৯), তারা আশরাফপুর গ্রামের মো. ফারুক হোসেন লিটনের পুত্র; মো. শরিফুল ইসলাম সিজান (৩৪), একই গ্রামের মো. শহিদুল ইসলামের পুত্র; এবং মো. রতন আলী (২৫), খানপুর গ্রামের মৃত শফিকুল ইসলামের পুত্র।
রাজশাহী রেঞ্জের ডিআইজি মোহাম্মদ শাহজাহান, পিপিএম (বার), পিএইচডি-এর নির্দেশে এবং অতিরিক্ত ডিআইজি (অপারেশনস) নওরোজ হাসান তালুকদারের তত্ত্বাবধানে, রাজশাহী জেলার পুলিশ সুপার ফারজানা ইসলামের নেতৃত্বে এ অভিযান পরিচালিৃত হয়। রাত ১২টা ১ মিনিট থেকে সকাল ৬টা পর্যন্ত পরিচালিত এই অভিযানে পুলিশ একাধিক টিমে ভাগ হয়ে অংশ নেয়।
অভিযানে গ্রেফতারকৃতদের হেফাজত থেকে নগদ ১ লাখ ৪৮ হাজার ৮২৫ টাকা, ১১টি বিভিন্ন কোম্পানির মোবাইল সেট, ১৬টি সিম কার্ড এবং ৬টি ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।
পুলিশ জানায়, রাজশাহীর বাঘা ও নাটোরের লালপুর এলাকায় দীর্ঘদিন ধরে একটি সংঘবদ্ধ প্রতারকচক্র বিকাশ ও ইমো অ্যাপ ব্যবহার করে দেশের বিভিন্ন অঞ্চলের মানুষকে প্রতারণার ফাঁদে ফেলে অর্থ হাতিয়ে নিচ্ছিল। বিষয়টি পুলিশের নজরে এলে র‌্যাব ও সেনাবাহিনীর সমন্বয়ে রাজশাহী জেলা পুলিশ বিশেষ অভিযান চালিয়ে চারজনকে গ্রেফতার করে।
পলাতক আরও কয়েকজন সদস্যের বিরুদ্ধে অভিযান অব্যাহত রয়েছে বলে জানিয়েছে পুলিশ। এ ঘটনায় বাঘা থানায় একটি মামলা রুজু করা হয়েছে।

সম্পাদকীয় :

Publisher & Editor :Md. Abu Hena Mostafa Zaman

Mobile No: 01971- 007766; 01711-954647

রাজশাহীর সময় অনলাইন নিউজ পোর্টাল আবেদনকৃত চলচ্চিত্র ও প্রকাশনা অধিদপ্তর, ঢাকা ।

অফিস :

Head office: 152- Aktroy more ( kazla)-6204 Thana : Motihar,Rajshahi

Email : [email protected],                    [email protected]