নগরীর পদ্মা নদীর কাশবনের ভিতর থেকে পিস্তল ম্যাগজিন গুলি উদ্ধার

আপলোড সময় : ২৭-০৫-২০২৫ ০৫:৫৭:৫৪ অপরাহ্ন , আপডেট সময় : ২৭-০৫-২০২৫ ০৫:৫৭:৫৪ অপরাহ্ন
রাজশাহী মহানগরীর পদ্মা নদীর ধারে কাশবনের ভিতর হতে ছাত্র আন্দোলন চলাকালীন থানা হতে লুন্ঠিত ১টি বিদেশী পিস্তল, ১টি ম্যাগজিন ও ১২ রাউন্ড শর্টগানের গুলি উদ্ধার করেছে র‌্যাব।

সোমবার (২৬ মে) দিনগত রাত ২টার দিকে কাশিয়াডাঙ্গা থানাধীন বশরীপাড়া এলাকার নদীর ধারে কাশবনের ভেতের থেকে এসব অস্ত্র উদ্ধার করা হয়।

মঙ্গলবার দুপুরে র‌্যাব-৫, রাজশাহীর মোল্লাপাড়া ক্যাম্পের পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করা হয়।

র‌্যাব জানায়, গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাব-৫, এর একটি আভিযানিক দল জানতে পারে, রাজশাহী মহানগরীর কাশিয়াডাঙ্গা থানাধীন বশরীপাড়া গ্রামের পদ্মা নদীর ধার সংলগ্ন এলাকায় থানা হতে লুন্ঠিত অবৈধ আগ্নেয়াস্ত্র, ম্যাগজিন ও গুলি কতিপয় চোরাকারবারী লুকিয়ে রেখেছে। এমন তথ্যের ভিত্তিতে গভীর রাতে বর্ণীত স্থানে অভিযান পরিচালনা করে বিদেশী পিস্তল, ম্যাগজিন ও গুলি উদ্ধার করা হয়। 

উদ্ধারকৃত অস্ত্রগুলি মহানগরীর কাশিয়াডাঙ্গা থানায় জিডি মূলে হস্তান্তর করা হয়েছে বলেও জানায় র‌্যাব।

সম্পাদকীয় :

Publisher & Editor :Md. Abu Hena Mostafa Zaman

Mobile No: 01971- 007766; 01711-954647

রাজশাহীর সময় অনলাইন নিউজ পোর্টাল আবেদনকৃত চলচ্চিত্র ও প্রকাশনা অধিদপ্তর, ঢাকা ।

অফিস :

Head office: 152- Aktroy more ( kazla)-6204 Thana : Motihar,Rajshahi

Email : [email protected],                    [email protected]