মহানগরীর দূরপাল্লার বাস নওদাপাড়া টার্মিনালে স্থানান্তর: পুলিশ কমিশনারের পরিদর্শন

আপলোড সময় : ০৯-১০-২০২৫ ০৪:৪৫:২২ অপরাহ্ন , আপডেট সময় : ০৯-১০-২০২৫ ০৪:৪৫:২২ অপরাহ্ন
রাজশাহী মহানগরীর যানজট নিরসন ও জনসাধারণের ভোগান্তি কমাতে দূরপাল্লার বাসগুলোকে নওদাপাড়া নতুন বাস টার্মিনালে স্থানান্তরের উদ্যোগ গ্রহণ করা হয়েছে। 
বৃহস্পতিবার (৯ অক্টোবর ২০২৫) সকাল সাড়ে ১১টায় নওদাপাড়া বাস টার্মিনাল পরিদর্শন করেছেন রাজশাহী মেট্রোপলিটন পুলিশের (আরএমপি) কমিশনার মোহাম্মদ আবু সুফিয়ান।

পরিদর্শনকালে তাঁর সঙ্গে ছিলেন রাজশাহী উন্নয়ন কর্তৃপক্ষের (আরডিএ) চেয়ারম্যান এস. এম. তুহিনুর আলম, আরএমপি’র অতিরিক্ত পুলিশ কমিশনার (ক্রাইম) নাজমুল হাসান, পিপিএম, উপ-পুলিশ কমিশনার (ট্রাফিক) মো. নূর আলম সিদ্দিকী, রাজশাহী সড়ক পরিবহন গ্রুপের সাধারণ সম্পাদক নুরুল ইসলাম হেলাল এবং রাজশাহী মোটর শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক মো. রফিকুল ইসলাম পাখিসহ পরিবহন খাতের অন্যান্য নেতৃবৃন্দ।

পরিদর্শন শেষে পুলিশ কমিশনার মোহাম্মদ আবু সুফিয়ান গণমাধ্যমকর্মীদের বলেন, রাজশাহীতে প্রতিদিন শত শত দূরপাল্লার বাস শহরে প্রবেশ করে, যার ফলে নগরীর প্রধান সড়কগুলোতে তীব্র যানজট সৃষ্টি হয় এবং যাত্রী ও সাধারণ মানুষ ভোগান্তিতে পড়েন। এই সমস্যা সমাধানে দূরপাল্লার বাসের যাত্রী ওঠানামা নওদাপাড়া টার্মিনাল থেকে সম্পন্ন করার চেষ্টা চলছে।

তিনি আরও বলেন, পরিবহন মালিকদের সুবিধা দিতে আরডিএ বিভিন্ন অবকাঠামোগত কাজ করছে। দূরপাল্লার বাস কাউন্টার শহরের যেকোনো জায়গায় থাকতে পারে, তবে যাত্রী ওঠানামা অবশ্যই নওদাপাড়া বাস টার্মিনাল থেকে করতে হবে। পুলিশ কমিশনার জানান, এ বিষয়ে পরিবহন মালিক সমিতির নেতাদের সঙ্গে বৈঠক করা হয়েছে এবং নগরীর যানজট নিরসনে তিনি সকলের সহযোগিতা কামনা করেন।

এসময় রাজশাহী উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান এস. এম. তুহিনুর আলম জানান, নওদাপাড়া বাস টার্মিনালকে একটি আধুনিক ও যাত্রীবান্ধব টার্মিনালে রূপান্তরিত করতে বিভিন্ন উন্নয়ন পরিকল্পনা গ্রহণ করা হয়েছে। এই পরিকল্পনাগুলো দ্রুত বাস্তবায়নের লক্ষ্যে কাজ চলছে বলে তিনি উল্লেখ করেন। এই উদ্যোগ বাস্তবায়িত হলে মহানগরীর যানজট বহুলাংশে কমে আসবে এবং তাদের যাতায়াত আরও স্বস্তিদায়ক হবে বলে আশা করা হচ্ছে।

সম্পাদকীয় :

Publisher & Editor :Md. Abu Hena Mostafa Zaman

Mobile No: 01971- 007766; 01711-954647

রাজশাহীর সময় অনলাইন নিউজ পোর্টাল আবেদনকৃত চলচ্চিত্র ও প্রকাশনা অধিদপ্তর, ঢাকা ।

অফিস :

Head office: 152- Aktroy more ( kazla)-6204 Thana : Motihar,Rajshahi

Email : [email protected],                    [email protected]