ইসরায়েলের বিরুদ্ধে কড়া পদক্ষেপ নিল স্পেন

আপলোড সময় : ০৯-১০-২০২৫ ০১:৫১:৪৬ অপরাহ্ন , আপডেট সময় : ০৯-১০-২০২৫ ০১:৫১:৪৬ অপরাহ্ন
ফিলিস্তিনের গাজায় যুদ্ধবিরতি চুক্তিতে রাজি হওয়ার ঘোষণা দিয়েও অবরুদ্ধ ভূখণ্ডটিতে অমানবিক হামলা ও হত্যাযজ্ঞ অব্যাহত রেখেছে ইসরায়েল। এ অবস্থায় দখলদার দেশটির বিরুদ্ধে কড়া পদক্ষেপ নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে স্পেন। 

এর অংশ হিসেবে ইসরায়েলের সঙ্গে সব ধরনের অস্ত্র বাণিজ্য বন্ধে বুধবার (৮ অক্টোবর) একটি বিল পাস হয়েছে স্পেনের সংসদে। খবর আল জাজিরার।

স্পেন সরকারের নতুন সিদ্ধান্ত অনুযায়ী, ইসরায়েলের সঙ্গে কোনো অস্ত্র বা সামরিক প্রযুক্তি কেনাবেচা করা যাবে না। এমনকি ইসরায়েলে সামরিক সরঞ্জাম বা জ্বালানি বহনকারী জাহাজ ও বিমান স্পেনের বন্দর বা আকাশসীমা ব্যবহার করতে পারবে না।

ইউরোপীয় ইউনিয়নের মধ্যে ইসরায়েলের সবচেয়ে কড়া সমালোচক দেশগুলোর একটি হচ্ছে এই স্পেন। দেশটির প্রধানমন্ত্রী পেদ্রো সানচেজের সরকার এর আগেই গাজা আগ্রাসনের কারণে ইসরায়েলের বিরুদ্ধে বেশ কিছু নিষেধাজ্ঞা ঘোষণা করেছিল।

সবশেষ বুধবারের ভোটে বামপন্থি দল পোদেমোসও সরকারকে সমর্থন দেয়। তবে, রক্ষণশীল পপুলার পার্টি ও ডানপন্থি ভক্স দল প্রস্তাবটির বিরোধিতা করে।

পোদেমোস নেত্রী ইওনে বেলারা বলেন, ইসরায়েলের ব্যাপারে সরকারকে আরও কঠোর হতে হবে। তাদের সঙ্গে বিদ্যমান সব অস্ত্র চুক্তি বাতিল করা উচিত।

অন্যদিকে স্পেনের অর্থমন্ত্রী কার্লোস কুয়ের্পো বলেন, এই নিষেধাজ্ঞা আন্তর্জাতিকভাবে একটি শক্ত অবস্থান। প্রতিরক্ষামন্ত্রী মার্গারিতা রোবলেস জানান, গত বছরের ৭ অক্টোবর হামাসের হামলার দিনই আমরা ইসরায়েলকে অস্ত্র বিক্রি বন্ধ করেছিলাম।

সম্পাদকীয় :

Publisher & Editor :Md. Abu Hena Mostafa Zaman

Mobile No: 01971- 007766; 01711-954647

রাজশাহীর সময় অনলাইন নিউজ পোর্টাল আবেদনকৃত চলচ্চিত্র ও প্রকাশনা অধিদপ্তর, ঢাকা ।

অফিস :

Head office: 152- Aktroy more ( kazla)-6204 Thana : Motihar,Rajshahi

Email : [email protected],                    [email protected]