জর্দি আলবার অবসরের ঘোষণা

আপলোড সময় : ০৮-১০-২০২৫ ০২:৪০:১৮ অপরাহ্ন , আপডেট সময় : ০৮-১০-২০২৫ ০২:৪০:১৮ অপরাহ্ন
দিনকয়েক আগেই অবসরের ঘোষণা দিয়েছেন সার্জিও বুসকেটস। ইন্টার মায়ামির জার্সিতে চলতি মৌসুম শেষ করেই বুটজোড়া তুলে রাখার সিদ্ধান্তের কথা জানিয়েছেন স্পেনের এই বিশ্বকাপজয়ী মিডফিল্ডার। ইন্টার মায়ামিতে ফের শোনা গেল বিদায়ের রাগিনী। স্পেনের আরেক তারকা জর্দি আলবাও অনুসরণ করতে যাচ্ছেন সতীর্থ বুসকেটসের পদাঙ্ক।

মেজর লিগ সকারের (এমএলএস) চলতি মৌসুম শেষেই ফুটবল থেকে অবসর নিতে যাচ্ছেন জর্দি আলবা। মঙ্গলবার (৭ অক্টোবর) ইনস্টাগ্রামে নিজের অবসরের সিদ্ধান্ত জানান ২০১২ সালে স্পেনের হয়ে ইউরো জেতা এই লেফটব্যাক।

ইনস্টাগ্রামে আলবা লিখেছেন, 'সময় এসেছে আমার জীবনের সত্যিকারের অর্থপূর্ণ অধ্যায়ের ইতি টানার। এই মৌসুমের শেষে আমার পেশাদার ফুটবল ক্যারিয়ার শেষ করার সিদ্ধান্ত নিয়েছি আমি। পূর্ণ আত্মবিশ্বাস, শান্তি এবং আনন্দের সঙ্গে এই আমি সিদ্ধান্ত নিয়েছি।'

৩৬ বছর বয়সী আলবা স্পেনের জার্সিতে ২০১২ সালে ইউরো জিতেছেন। ২০১২ সালে বার্সেলোনায় যোগ দেয়ার পর সম্ভাব্য সব শিরোপাই জিতেছেন এই ফুলব্যাক। ছয়বার লা লিগার পাশাপাশি একবার চ্যাম্পিয়ন্স লিগ, পাঁচবার স্প্যানিশ কাপ, চারবার স্প্যানিশ সুপার কাপ, একবার করে ক্লাব ওয়ার্ল্ড কাপ ও উয়েফা সুপার কাপ জিতেছেন আলবা। ২০২৩ সালে বার্সেলোনা ছেড়ে ইন্টার মায়ামিতে সাবেক সতীর্থ লিওনেল মেসি, লুইস সুয়ারেজ ও বুসকেটসের সঙ্গে যোগ দেন।

২০২৩ সালে স্পেনের জার্সি খুলে রাখার আগে ৯৩ ম্যাচ খেলে ৯ গোল করেছেন।

আলবার বিদায়ের ঘোষণায় আবেগতাড়িত সতীর্থ মেসি। সেই বার্সেলোনার দিনগুলো থেকেই দুজনের সম্পর্ক দারুণ। বার্সা ও মায়ামির হয়ে সব মিলিয়ে ৪১৩ ম্যাচ একসঙ্গে খেলেছেন তারা। প্রিয় বন্ধুর বিদায়ে বিশেষ বার্তা দিয়েছেন মেসি।

মেসি লিখেছেন, 'জর্দি, ধন্যবাদ তোমাকে। তোমাকে ভীষণ মিস করব। এত বছর একসঙ্গে থাকার পর, বাঁ দিকে তাকিয়ে তোমাকে না দেখা সত্যিই অদ্ভুত লাগবে… এই বছরগুলোতে তুমি আমাকে যত অ্যাসিস্ট দিয়েছ, তা অবিশ্বাস্য! এখন আমার পাসগুলো ফিরিয়ে দেবে কে?'

সম্পাদকীয় :

Publisher & Editor :Md. Abu Hena Mostafa Zaman

Mobile No: 01971- 007766; 01711-954647

রাজশাহীর সময় অনলাইন নিউজ পোর্টাল আবেদনকৃত চলচ্চিত্র ও প্রকাশনা অধিদপ্তর, ঢাকা ।

অফিস :

Head office: 152- Aktroy more ( kazla)-6204 Thana : Motihar,Rajshahi

Email : [email protected],                    [email protected]