‘চাহিদা মেটাতে করণের সঙ্গে প্রেম করেছিলাম’: আনুশা দাণ্ডেকার

আপলোড সময় : ০৬-১০-২০২৫ ০৪:৩০:০৫ অপরাহ্ন , আপডেট সময় : ০৬-১০-২০২৫ ০৪:৩০:০৫ অপরাহ্ন
বলিউড অভিনেত্রী আনুশা দাণ্ডেকার ফের উঠে এলেন আলোচনার কেন্দ্রে, এর এবার তিনি মুখ খুলেছেন প্রাক্তন প্রেমিকা করণ কুন্দ্রাকে ঘিরে। করণ-আনুশার দীর্ঘদিনের সম্পর্ক ও একসাথে কাটানো মূহুর্তগুলো নিয়ে বি-টাউনে একসময় চর্চার অন্ত ছিল না। কিন্তু সম্প্রতি এক পডকাস্টে অভিনেত্রী যা জানালেন, তা শুনে হতবাক হয়েছেন নেটিজেনরা।

পডকাস্টে তিনি খোলামেলাভাবে বলেছেন যে ‘সিচুয়েশনশিপ’ বলতে তিনি আসলে কী বোঝেন। তিনি স্বীকার করেছেন যে প্রাক্তন করণ কুন্দ্রাকে তিনি ব্যবহার করেছেন নানা সুবিধার জন্য—যেমন ভ্রমণ, পার্টি আর যৌনতার জন্য।

আরও জানালেন করণের সঙ্গে কোনোদিনই প্রেম ছিল না। যা ছিল তা সময় কাটাতে ও শারীরিক প্রয়োজন মেটাতে। ভারতীয় সংবাদমাধ্যমের এক প্রতিবেদনে বলা হয়েছে, এক ভিডিওতে এসব কথা বলেছেন আনুশা।
   
তার কথায়, আপনার জীবনে জন্মদিন, নানা উৎসব, উদযাপন-সহ অনেক কিছুই আছে। সে সময়ে আপনি কি একা থাকবেন? বিয়ের আগে এই ধরনের উদ্‌যাপন উপভোগ করতে তাই এমন কারও পাশে থাকা দরকার যিনি সাময়িক অভাব পূরণ করবেন। কর্ণ আমার জীবনে সেই ব্যক্তি।

আনুশা স্পষ্ট করে জানিয়েছেন, শুধুই উদযাপন নয়, যৌনতার জন্যও এই ধরনের সম্পর্কের প্রয়োজন। বলেন, কোনো মানুষ একা বাঁচতে পারে না। সবারই যৌনতা প্রয়োজন। সেক্ষেত্রে কত দিন ‘স্বপ্নে দেখা রাজপুত্র’র জন্য অপেক্ষা করা যায়?

তবে আনুশার এমন মন্তব্যে শুরু হয়েছে ব্যাপক সমালোচনা। কেউ কেউ করছেন কটাক্ষ, তো কেউ তুলছেন সংস্কৃতির কথাও। কেউ কেউ দেখছেন ব্যাভিচার হিসেবে। তবে সেসব নিয়ে অভিনেত্রী এখনও কোনো বক্তব্য দেননি।

২০১৬ থেকে ২০১৯ পর্যন্ত এমটিভি-র জনপ্রিয় রিয়্যালিটি শো ‘লাভ স্কুল’–এর সহ-সঞ্চালক ছিলেন করণ ও আনুশা। তিন বছরেরও বেশি সময় ধরে চলেছিল তাদের প্রেম। কিন্তু ২০২০ সালে আকস্মিকভাবে সম্পর্ক ভেঙে যায়। এখন করণ কুন্দ্রা অভিনেত্রী তেজস্বী প্রকাশের সঙ্গে সম্পর্কে রয়েছেন। অন্যদিকে, আনুশা দাণ্ডেকরও নিজের ক্যারিয়ার ও ব্যক্তিগত জীবনে নতুন অধ্যায় শুরু করেছেন।

সম্পাদকীয় :

Publisher & Editor :Md. Abu Hena Mostafa Zaman

Mobile No: 01971- 007766; 01711-954647

রাজশাহীর সময় অনলাইন নিউজ পোর্টাল আবেদনকৃত চলচ্চিত্র ও প্রকাশনা অধিদপ্তর, ঢাকা ।

অফিস :

Head office: 152- Aktroy more ( kazla)-6204 Thana : Motihar,Rajshahi

Email : [email protected],                    [email protected]