গোমস্তাপুরে কাঁচা সবজির দাম অস্বাভাবিক বৃদ্ধি, ভোগান্তিতে নিম্ন আয়ের মানুষ !

আপলোড সময় : ০৪-১০-২০২৫ ০৭:১৬:২৭ অপরাহ্ন , আপডেট সময় : ০৪-১০-২০২৫ ০৭:১৬:২৭ অপরাহ্ন
চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর উপজেলার বিভিন্ন গ্রামীণ হাটবাজারে কাঁচা সবজির দাম হঠাৎ বেড়ে গেছে। এতে বিপাকে পড়েছেন অল্প আয়ের মানুষসহ সাধারণ ক্রেতারা।

সরেজমিনে পার্বতীপুর ইউনিয়নের এনায়েতপুর বাজারে ঘুরে দেখা যায়, প্রতিদিনের প্রয়োজনীয় সবজির দাম আকাশছোঁয়া। বিক্রেতারা জানান, বর্তমানে উৎপাদন কম হওয়ার কারণে তাদের বাধ্য হয়ে বাড়তি দামে বিক্রি করতে হচ্ছে।

বাজারে করলা বিক্রি হচ্ছে কেজিপ্রতি ৮০ টাকা, পটল ৫০ টাকা, সজিনা ১৪০ টাকা, ঢেঁড়স ৫০ টাকা, কচু ২৫ টাকা, কাঁচা মরিচ ৩০০ টাকা, ধনেপাতা ১২০ টাকা, পেঁপে ২৫ টাকা, কলা ৫০ টাকা এবং আলু ১৮ থেকে ২৫ টাকা দরে।

এনায়েতপুর বাজারে সবজি কিনতে আসা ভ্যানচালক রকি আলি ক্ষোভ প্রকাশ করে বলেন, “অল্প আয়ের মানুষের জন্য এখন বাজার করা খুব কঠিন হয়ে পড়েছে। বাজার যেন মধ্যবিত্ত ও নিম্ন আয়ের মানুষের নাগালের বাইরে চলে যাচ্ছে।”

ভোক্তারা জানান, দ্রুত বাজারে নিয়ন্ত্রণমূলক ব্যবস্থা না নিলে সাধারণ মানুষের জীবনযাত্রা আরও দুর্বিষহ হয়ে পড়বে।

সম্পাদকীয় :

Publisher & Editor :Md. Abu Hena Mostafa Zaman

Mobile No: 01971- 007766; 01711-954647

রাজশাহীর সময় অনলাইন নিউজ পোর্টাল আবেদনকৃত চলচ্চিত্র ও প্রকাশনা অধিদপ্তর, ঢাকা ।

অফিস :

Head office: 152- Aktroy more ( kazla)-6204 Thana : Motihar,Rajshahi

Email : [email protected],                    [email protected]