
রাজশাহীতে বাংলাদেশ মজলিসুল মুফাসসিরীনের উদ্যোগে, বর্তমান প্রেক্ষাপটে মুফাসসিরদের করণীয় শীর্ষক আলোচনা সভা ও ডায়েরি বিতরণ অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (১ অক্টোবর) দুপুর ১টায় নগরীর ঘোড়ামারা এলাকার পালকি কনভেনশন হলে এ আয়োজন করা হয়।
অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর জেলা সহকারী সেক্রেটারি মাওলানা রফিকুল ইসলাম খান।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের সহযোগী অধ্যাপক ও এন্ডোক্রাইনোলজি বিভাগের চিকিৎসক ডা. মোহাম্মদ জাফর ইকবাল এবং মেডিসিন বিভাগের সহযোগী অধ্যাপক ডা. মোঃ ইমাদ উদ্দিন আহমেদ।
প্রধান আলোচক হিসেবে বক্তব্য দেন বাংলাদেশ মজলিসুল মুফাসসিরীনের কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি মাওলানা রুহুল আমীন। এছাড়া মাওলানা ইনামুল হক আল-হাসান, মাওলানা আজিজুল আমিন ফিসসিরী এবং অন্যান্য বক্তারা ইসলামী দাওয়াত, সামাজিক অঙ্গনে মুফাসসিরদের ভূমিকা এবং বর্তমান সময়ের দায়িত্ব নিয়ে আলোচনা করেন।
আলোচনা সভায় সভাপতিত্ব করেন হাফেজ ক্বারী আবুল কালাম আজাদ, সভাপতি, বাংলাদেশ মজলিসুল মুফাসসিরীন রাজশাহী মহানগরী।
বক্তারা বলেন, সমাজ সংস্কারে মুফাসসিরদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। ইসলামী মূল্যবোধ ও কুরআনের আলোকে সঠিক পথ নির্দেশনা দিতে আলেম ও মুফাসসিরদের আরও সক্রিয় হতে হবে।
বুধবার (১ অক্টোবর) দুপুর ১টায় নগরীর ঘোড়ামারা এলাকার পালকি কনভেনশন হলে এ আয়োজন করা হয়।
অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর জেলা সহকারী সেক্রেটারি মাওলানা রফিকুল ইসলাম খান।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের সহযোগী অধ্যাপক ও এন্ডোক্রাইনোলজি বিভাগের চিকিৎসক ডা. মোহাম্মদ জাফর ইকবাল এবং মেডিসিন বিভাগের সহযোগী অধ্যাপক ডা. মোঃ ইমাদ উদ্দিন আহমেদ।
প্রধান আলোচক হিসেবে বক্তব্য দেন বাংলাদেশ মজলিসুল মুফাসসিরীনের কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি মাওলানা রুহুল আমীন। এছাড়া মাওলানা ইনামুল হক আল-হাসান, মাওলানা আজিজুল আমিন ফিসসিরী এবং অন্যান্য বক্তারা ইসলামী দাওয়াত, সামাজিক অঙ্গনে মুফাসসিরদের ভূমিকা এবং বর্তমান সময়ের দায়িত্ব নিয়ে আলোচনা করেন।
আলোচনা সভায় সভাপতিত্ব করেন হাফেজ ক্বারী আবুল কালাম আজাদ, সভাপতি, বাংলাদেশ মজলিসুল মুফাসসিরীন রাজশাহী মহানগরী।
বক্তারা বলেন, সমাজ সংস্কারে মুফাসসিরদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। ইসলামী মূল্যবোধ ও কুরআনের আলোকে সঠিক পথ নির্দেশনা দিতে আলেম ও মুফাসসিরদের আরও সক্রিয় হতে হবে।