
মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশের পুকুরের পানিতে পড়ে সুজন কুমার কুন্ডু নামের এক যুবকের মৃত্যু হয়েছে।
বৃহস্পতিবার দুপুরে নাটোর সদর উপজেলার দিয়ারভিটা এলাকা থেকে মরদেহ উদ্ধার করে পুলিশ।
সুজন কুমার কুন্ডু নাটোরের লালপুর উপজেলার ওয়ালিয়া ইউনিয়নের ফুলবাগান মহল্লার সুনীল কুমার কুন্ডুর ছেলে। খবর পেয়ে পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করেন।
নাটোর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহাবুর রহমান।
পরিবারের সদস্যরাদের বরাত দিয়ে ওসি জানান, আজ সকালে নওগাঁর আত্রাই গ্রামের এক আত্মীয়ের বাড়ি থেকে মোটরসাইকেল নিয়ে ওয়ালিয়ায় নিজ বাড়িতে ফিরছিলেন সুজন। পথে দিয়ারভিটা এলাকায় মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে পুকুরের পানিতে পড়ে যায়। দুপুরে স্থানীয়রা পুকুরের পানিতে সন্দেহজনকভাবে হেলমেট ভাসতে দেখে এবং পাশের একটি গাছের কাছে মোটরসাইকেল পড়ে থাকতে দেখে পুলিশে খবর দেয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে হেলমেটটি তুলতে গিয়ে মরদেহটি উদ্ধার করে।
পরে নিহত সুজনের পকেটের কাগজপত্র থেকে পরিচয় পাওয়া গেলে পরিবারের সদস্যদের সংবাদ দেওয়া হয়। সংবাদ পেয়ে তারা ঘটনাস্থলে পৌঁছে মরদেহ শনাক্ত করেন। মরদেহ ময়নাতদন্তের জন্য নাটোর সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের পর মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।
বৃহস্পতিবার দুপুরে নাটোর সদর উপজেলার দিয়ারভিটা এলাকা থেকে মরদেহ উদ্ধার করে পুলিশ।
সুজন কুমার কুন্ডু নাটোরের লালপুর উপজেলার ওয়ালিয়া ইউনিয়নের ফুলবাগান মহল্লার সুনীল কুমার কুন্ডুর ছেলে। খবর পেয়ে পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করেন।
নাটোর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহাবুর রহমান।
পরিবারের সদস্যরাদের বরাত দিয়ে ওসি জানান, আজ সকালে নওগাঁর আত্রাই গ্রামের এক আত্মীয়ের বাড়ি থেকে মোটরসাইকেল নিয়ে ওয়ালিয়ায় নিজ বাড়িতে ফিরছিলেন সুজন। পথে দিয়ারভিটা এলাকায় মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে পুকুরের পানিতে পড়ে যায়। দুপুরে স্থানীয়রা পুকুরের পানিতে সন্দেহজনকভাবে হেলমেট ভাসতে দেখে এবং পাশের একটি গাছের কাছে মোটরসাইকেল পড়ে থাকতে দেখে পুলিশে খবর দেয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে হেলমেটটি তুলতে গিয়ে মরদেহটি উদ্ধার করে।
পরে নিহত সুজনের পকেটের কাগজপত্র থেকে পরিচয় পাওয়া গেলে পরিবারের সদস্যদের সংবাদ দেওয়া হয়। সংবাদ পেয়ে তারা ঘটনাস্থলে পৌঁছে মরদেহ শনাক্ত করেন। মরদেহ ময়নাতদন্তের জন্য নাটোর সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের পর মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।