​ঠাকুরগাঁও-৩ আসনে কোন পূজা মন্ডপ কাঁচা থাকবেনা, ব্যারিস্টার রোকুনুজ্জামান

আপলোড সময় : ০১-১০-২০২৫ ১০:৪৯:৩৫ অপরাহ্ন , আপডেট সময় : ০১-১০-২০২৫ ১০:৪৯:৩৫ অপরাহ্ন
সনাতন ধর্মালম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শারদীয় দূর্গাপূজা আর এ পূজোকে কেন্দ্র করে পীরগঞ্জ-রাণীশংকৈলে বিভিন্ন মন্ডপ পরিদর্শন করছেন  ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঠাকুরগাঁও-৩ আসনের সম্ভব্য প্রার্থী গোগর হাজি আব্দুল মজিদ ফাউন্ডেশনের পৃষ্টপোষক ব্যারিস্টার রোকুনুজ্জামান রোকন।

৩০ সেপ্টেম্বর পীরগঞ্জ উপজেলার খনগাঁও বিশ্বাসপুর ইউনিয়নের বিভিন্ন পূর্জামন্ডপ পরিদর্শনের সময় আগত ভক্ত ও স্থানীয়দের উদ্দেশ্যে তিনি বলেন, আপনারা কোন কারণে কোন সময় ভয় পাবেন না। মনে রাখবেন আমি সবসময় আপনাদের পাশে আছি পাশে থাকবো, আমি অসম্প্রদায়িক চেতনায় বিশ্বাসী । আপনারা যে কোন প্রয়োজনে আমাকে পাশে পাবেন।

সনাতন ধর্মালম্বী ভাই বোনদের সাথে শারদীয় শুভেচ্ছা বিনিময়কালে তিনি আরো বলেন,পীরগঞ্জ-রাণীশংকৈলে কোন পূর্জা মন্ডপ কাঁচা থাকবেনা। প্রতিটি পূর্জা মন্ডপের অবকাঠামো উন্নয়নসহ পাকা করণ করা হবে। এসময় পূজারিরা আনন্দ উদ্দীপনার সাথে ব্যারিস্টার রোকন কে করতালির মাধ্যমে অভিনন্দন জানান।

এসময় উপস্থিত ছিলেন রাজু মোস্তাকিম,মুক্তার আলম,রবিন্দ্র বিশ^বিদ্যালয় ছাত্রদলের যুগ্নআহবায়ক আকাশ রায়,রাশেদ,বিশাদসহ বিভিন্ন মন্ডপের সভাপতি-সম্পাদকরা।

সম্পাদকীয় :

Publisher & Editor :Md. Abu Hena Mostafa Zaman

Mobile No: 01971- 007766; 01711-954647

রাজশাহীর সময় অনলাইন নিউজ পোর্টাল আবেদনকৃত চলচ্চিত্র ও প্রকাশনা অধিদপ্তর, ঢাকা ।

অফিস :

Head office: 152- Aktroy more ( kazla)-6204 Thana : Motihar,Rajshahi

Email : [email protected],                    [email protected]