
নওগাঁ জেলার মান্দা থানা এলাকা থেকে অপহৃত এক তরুণীকে উদ্ধার করেছে র্যাব-৫।
এ ঘটনায় অপহরণকারী চক্রের মূলহোতা মো. অমিত হাসান পলাশ (২২) নামের একজনকে গ্রেফতার করা হয়েছে।
বুধবার সকালে র্যাব-৫, রাজশাহীর মোল্লাপাড়া ক্যাম্পের পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করা হয়।
র্যাব জানায়, নিখোঁজ তরুণী ও গ্রেফতারকৃত পলাশ ঢাকার শাহ্আলী থানাধীন একটি গার্মেন্টসে একসঙ্গে চাকরি করতেন। পলাশ বিভিন্ন সময়ে ওই তরুণীকে নানা প্রলোভন ও কু-প্রস্তাব দিত। তরুণী তাতে রাজি না হওয়ায় পলাশ ক্ষিপ্ত হয়ে তার ক্ষতি করার পরিকল্পনা করে।
গত (১৫ সেপ্টেম্বর) রাত ৮টার দিকে তরুণী কাজ শেষে বাসায় ফেরার জন্য রিক্সার অপেক্ষায় শাহ্আলী থানাধীন নবাবেরবাগ এলাকাস্থ গার্মেন্টসের সামনে দাঁড়িয়ে ছিলেন। এ সময় পলাশ তার সহযোগীদের সহায়তায় বিয়ের প্রলোভন দেখিয়ে ফুসলিয়ে তরুণীকে জোরপূর্বক একটি অজ্ঞাতনামা সিএনজিতে তুলে নিয়ে যায়।
এ ঘটনায় তরুণীর মা শাহ্ আলী থানায় একটি অপহরণ মামলা দায়ের করেন। মামলার প্রেক্ষিতে র্যাব-৫, সিপিএসসি অন্যান্য আইন শৃঙ্খলা বাহিনীর পাশাপাশি গোয়েন্দা নজরদারি বৃদ্ধি করে।
এরই ধারাবাহিকতায় মঙ্গলবার (৩০ সেপ্টেম্বর) রাত সাড়ে ১২টায় র্যাব-৫ এর একটি আভিযানিক দল নওগাঁ জেলার মান্দা থানাধীন চক গোপাল ফকিরপাড়া এলাকায় অভিযান চালিয়ে অপহরণকারী মূলহোতা
পলাশকে গ্রেফতার করে। একই সময় অপহৃত তরুণীকে উদ্ধার করা হয়।
গ্রেফতার আসামি ও উদ্ধারকৃত তরুণীকে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।
এ ঘটনায় অপহরণকারী চক্রের মূলহোতা মো. অমিত হাসান পলাশ (২২) নামের একজনকে গ্রেফতার করা হয়েছে।
বুধবার সকালে র্যাব-৫, রাজশাহীর মোল্লাপাড়া ক্যাম্পের পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করা হয়।
র্যাব জানায়, নিখোঁজ তরুণী ও গ্রেফতারকৃত পলাশ ঢাকার শাহ্আলী থানাধীন একটি গার্মেন্টসে একসঙ্গে চাকরি করতেন। পলাশ বিভিন্ন সময়ে ওই তরুণীকে নানা প্রলোভন ও কু-প্রস্তাব দিত। তরুণী তাতে রাজি না হওয়ায় পলাশ ক্ষিপ্ত হয়ে তার ক্ষতি করার পরিকল্পনা করে।
গত (১৫ সেপ্টেম্বর) রাত ৮টার দিকে তরুণী কাজ শেষে বাসায় ফেরার জন্য রিক্সার অপেক্ষায় শাহ্আলী থানাধীন নবাবেরবাগ এলাকাস্থ গার্মেন্টসের সামনে দাঁড়িয়ে ছিলেন। এ সময় পলাশ তার সহযোগীদের সহায়তায় বিয়ের প্রলোভন দেখিয়ে ফুসলিয়ে তরুণীকে জোরপূর্বক একটি অজ্ঞাতনামা সিএনজিতে তুলে নিয়ে যায়।
এ ঘটনায় তরুণীর মা শাহ্ আলী থানায় একটি অপহরণ মামলা দায়ের করেন। মামলার প্রেক্ষিতে র্যাব-৫, সিপিএসসি অন্যান্য আইন শৃঙ্খলা বাহিনীর পাশাপাশি গোয়েন্দা নজরদারি বৃদ্ধি করে।
এরই ধারাবাহিকতায় মঙ্গলবার (৩০ সেপ্টেম্বর) রাত সাড়ে ১২টায় র্যাব-৫ এর একটি আভিযানিক দল নওগাঁ জেলার মান্দা থানাধীন চক গোপাল ফকিরপাড়া এলাকায় অভিযান চালিয়ে অপহরণকারী মূলহোতা
পলাশকে গ্রেফতার করে। একই সময় অপহৃত তরুণীকে উদ্ধার করা হয়।
গ্রেফতার আসামি ও উদ্ধারকৃত তরুণীকে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।