লালপুরে দিনমজুর সবুজের ঘরে একসঙ্গে জন্ম নিলো পাঁচ সন্তান

আপলোড সময় : ০১-১০-২০২৫ ০৭:২০:২১ অপরাহ্ন , আপডেট সময় : ০১-১০-২০২৫ ০৭:২০:২১ অপরাহ্ন
নাটোরের লালপুরে দিনমজুর আসিব হোসেন সবুজের স্ত্রী রেশমা খাতুন নরমাল ডেলিভারির মাধ্যমে একসঙ্গে পাঁচ সন্তানের জন্ম দিয়েছেন।

মঙ্গলবার (৩০ সেপ্টেম্বর) রাতে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসকদের তত্ত্বাবধানে প্রসবকালীন সময়ে তিন ছেলে ও দুই মেয়েসহ মোট পাঁচ নবজাতক জন্মগ্রহণ করে।

জন্মের কিছুক্ষণ পর রাত ১১টার দিকে এক ছেলে ও এক মেয়ে সন্তান মারা যায়। বুধবার (১ অক্টোবর) সকাল সাড়ে ১০টার দিকে উপজেলার সাইপাড়া গ্রামে জানাজা শেষে তাদের দাফন সম্পন্ন হয়েছে বলে জানান স্থানীয় শিক্ষক মকবুল হোসেন।

হাসপাতাল সূত্রে জানা যায়, মা রেশমা খাতুন বর্তমানে সুস্থ আছেন। তবে জীবিত থাকা তিন নবজাতক জন্মের পর থেকেই কিছুটা দুর্বল থাকায় তাদের নিবিড় পর্যবেক্ষণে রাখা হয়েছে এবং বিশেষ যত্ন প্রদান করা হচ্ছে।

একসঙ্গে পাঁচ সন্তানের জন্মের খবর এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি করেছে। স্থানীয়রা হাসপাতালে ভিড় জমাচ্ছেন মা ও সন্তানদের একনজর দেখার জন্য।

আসিব হোসেন সবুজ জানান, তিনি ঈশ্বরদী মিলিটারি ফার্মে দৈনিক ৪৪৫ টাকা মজুরিতে কাজ করেন। অর্থনৈতিকভাবে অস্বচ্ছল হওয়ায় সন্তানদের চিকিৎসা ও লালন-পালনের খরচ বহন করা তার পক্ষে কঠিন। তিনি সন্তান ও স্ত্রীর সুস্থতার জন্য সবার কাছে দোয়া চেয়েছেন এবং বিত্তবানদের নিকট আর্থিক সহযোগিতার আবেদন করেছেন।

সম্পাদকীয় :

Publisher & Editor :Md. Abu Hena Mostafa Zaman

Mobile No: 01971- 007766; 01711-954647

রাজশাহীর সময় অনলাইন নিউজ পোর্টাল আবেদনকৃত চলচ্চিত্র ও প্রকাশনা অধিদপ্তর, ঢাকা ।

অফিস :

Head office: 152- Aktroy more ( kazla)-6204 Thana : Motihar,Rajshahi

Email : [email protected],                    [email protected]