সিংড়ায় ভিপি শামীমের পূজামন্ডপ পরিদর্শন ও অনুদান প্রদান

আপলোড সময় : ০১-১০-২০২৫ ০২:৫১:১৫ অপরাহ্ন , আপডেট সময় : ০১-১০-২০২৫ ০২:৫১:১৫ অপরাহ্ন
নাটোরের সিংড়ায় শারদীয় দূর্গা পূজামন্ডব পরিদর্শন ও ব্যক্তি তহবিল থেকে আর্থিক অনুদান দিয়ে সনাতন ধর্মালম্বীদের পাশে দাড়িয়েছেন নাটোর-৩, সিংড়া আসনে বিএনপির এমপি পদে মনোনয়ন প্রত্যাশী উপজেলা বিএনপির সাবেক সাংগঠনিক ও সাবেক যুগ্ন আহবায়ক এবং সাবেক ভাইস চেয়ারম্যান ও সাবেক ভিপি এড. মোঃ শামীম হোসেন। 

মঙ্গলবার রাতে ও বুধবার সকালে তিনি উপজেলার বড় চৌগ্রাম যুবক মহামায়া পূজামন্ডপ, বড় চৌগ্রাম সার্বজনিন পূজামন্ডপ,  ছোট চৌগ্রাম ভাদুড়ীপাড়া পূজামন্ডপ, ইটালী ইউনিয়নের কুমগ্রাম পূজামন্ডপ, কলম পূজামন্ডপ,  পৌরসভার কেন্দ্রীয় মন্দির পূজামন্ডপ, সিংড়া বাজার সার্বজনিনপূজামন্ডব, মাদারীপুর পূজামন্ডপসহ বিভিন পূজামন্ডপ পরিদর্শন করেন। পরিদর্শন শেষে সনাতন ধর্মালম্বীদের সাথে শুভেচ্ছা বিনিময় করেন এবং তাদের সার্বিক বিষয়ে  খোঁজ খবর নেন। এসময় প্রতিটি মন্ডপের সভাপতিও সম্পাদকের হাতে ব্যক্তিগত তহবিল হতে আর্থিক অনুদানের খাম তুলে দেন তিনি।

বড় চৌগ্রাম সার্বজনিন পূজামন্ডপে শুভেচ্ছা বক্তব্যে এড.  ভিপি শামীম বলেন, ফ্যাসিবাদ আওয়ামী লীগের ১৭ বছর আমরা পূজামন্ডপে আসতে পারিনি। আমাদেরকে আসতে দেওয়া হয়নি। এখন ফ্যাসিবাদ সরকার নাই। তাই আপনাদের কাছে আসার সুযোগ হয়েছে। সনাতন ধর্মালম্বীদের পাশে বিএনপি সবসময়ই ছিল, এখনো আছে। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জননেতা তারেক রহমানের নির্দেশে আমরা আপনাদের পাশে দাড়িয়েছি।

ভিপি শামীম বলেন, আগামী নির্বাচনে সিংড়াতে অনেক যোগ্য প্রার্থী মনোনয়ন চাইছেন। বিএনপির ক্ষদ্র কর্মী হিসাবে আমিও একজন মনোনয়ন প্রত্যাশী। দলের কাছে মনোনয়ন চাইবো।  দিলে ভালো। না দিলেও খুশি। দল যাকে মনোনয়ন দেবে তার হয়ে কাজ করবো।

এ সময় উপজেলা বিএনপির নেতাকর্মীসহ স্থানীয় বিএনপির তৃণমুল নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। 

সম্পাদকীয় :

Publisher & Editor :Md. Abu Hena Mostafa Zaman

Mobile No: 01971- 007766; 01711-954647

রাজশাহীর সময় অনলাইন নিউজ পোর্টাল আবেদনকৃত চলচ্চিত্র ও প্রকাশনা অধিদপ্তর, ঢাকা ।

অফিস :

Head office: 152- Aktroy more ( kazla)-6204 Thana : Motihar,Rajshahi

Email : [email protected],                    [email protected]