বিএনপির সিনিয়র নেতৃবৃন্দের রাজশাহী মহানগরীর শারদীয় দুর্গাপূজা মণ্ডপ পরিদর্শন

আপলোড সময় : ৩০-০৯-২০২৫ ১০:৪৪:০১ অপরাহ্ন , আপডেট সময় : ৩০-০৯-২০২৫ ১০:৪৪:০১ অপরাহ্ন
শারদীয় দুর্গাপূজা উপলক্ষে রাজশাহী মহানগরীর বিভিন্ন পূজা মণ্ডপ পরিদর্শন করেছেন বিএনপির সিনিয়র নেতৃবৃন্দ।

মঙ্গলবার সন্ধ্যায় মহানগরীর ষষ্ঠীতলা, অলকার মোড়, সাহেববাজার, কুমার পাড়া, আলুপট্টি সহ অন্যান্য প্রধান পূজা মণ্ডপগুলোতে নেতা-কর্মীদের সাথে নিয়ে এই পরিদর্শন কার্যক্রম পরিচালিত হয়।

পরিদর্শনকালে উপস্থিত ছিলেন, বিএনপির সাবেক মেয়র ও সংসদ সদস্য মোঃ মিজানুর রহমান মিনু, সাবেক মেয়র মোসাদ্দেক হোসেন বুলবুল, বিএনপির নেতা ও তিনবারের রাসিক (১৩ নং ওয়ার্ডের) জনপ্রিয় সাবেক কাউন্সিলর মোঃ রবিউল আলম মিলু, রাসিক (১২ নং ওয়ার্ডের) সাবেক কাউন্সিলর মোঃ ইকবাল হোসেন দিলদার- সহ দলের বিভিন্ন স্তরের নেতা-কর্মী ও সহযোগী সংগঠনের সদস্যরা।

মণ্ডপ পরিদর্শনকালে বিএনপির নেতৃবৃন্দ হিন্দু সম্প্রদায়ের নেতৃবৃন্দ এবং সাধারণ দর্শনার্থীদের সাথে শুভেচ্ছা বিনিময় করেন। তারা সকলের সাথে কুশল বিনিময় করেন এবং যেকোনো প্রয়োজনে পাশে থাকার আশ্বাস দেন।

নেতৃবৃন্দ শারদীয় দুর্গোৎসবের শুভেচ্ছা জানান এবং শান্তিপূর্ণ ও আনন্দঘন পরিবেশে পূজা উদযাপনের আশা প্রকাশ করেন।

সম্পাদকীয় :

Publisher & Editor :Md. Abu Hena Mostafa Zaman

Mobile No: 01971- 007766; 01711-954647

রাজশাহীর সময় অনলাইন নিউজ পোর্টাল আবেদনকৃত চলচ্চিত্র ও প্রকাশনা অধিদপ্তর, ঢাকা ।

অফিস :

Head office: 152- Aktroy more ( kazla)-6204 Thana : Motihar,Rajshahi

Email : [email protected],                    [email protected]