দুর্গাপূজা নির্বিঘ্ন ও উৎসবমুখরভাবে উদযাপনের জন্য সর্বোচ্চ নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে: পুলিশ কমিশনার

আপলোড সময় : ৩০-০৯-২০২৫ ০৩:২৬:০৬ অপরাহ্ন , আপডেট সময় : ৩০-০৯-২০২৫ ০৩:২৬:০৬ অপরাহ্ন
রাজশাহী মহানগরে শারদীয় দুর্গোৎসব উপলক্ষে বিভিন্ন পূজা মণ্ডপ পরিদর্শন ও শুভেচ্ছা বিনিময় করেছেন রাজশাহী মেট্রোপলিটন পুলিশের পুলিশ কমিশনার মোহাম্মদ আবু সুফিয়ান। 

মঙ্গলবার (৩০ সেপ্টেম্বর) সকাল সাড়ে ১১টায় তিনি ধর্মসভা মন্দির পরিদর্শন করে পরিদর্শন কার্যক্রম শুরু করেন। পরে নগরীর বিভিন্ন পূজা মণ্ডপে গিয়ে পূজা উদযাপন কমিটির নেতৃবৃন্দ, মণ্ডপের সভাপতি ও সদস্যদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন। এছাড়াও তিনি উপস্থিত ভক্তবৃন্দকে উৎসবের শুভেচ্ছা জানান। 

পরিদর্শনের সময় গণমাধ্যমকর্মীদের সঙ্গে কথা বলার সময় পুলিশ কমিশনার বলেন, বাঙালি হিন্দু সম্প্রদায়ের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব হলো শারদীয় দুর্গোৎসব। এটি নিরাপদ ও শান্তিপূর্ণভাবে উদযাপন নিশ্চিত করতে সরকারের গৃহীত সিদ্ধান্তগুলো অনুসরণ করায় পূজা উদযাপন কমিটি ও মণ্ডপ কর্তৃপক্ষকে ধন্যবাদ জানান। 

তিনি আরও বলেন, দুর্গাপূজা নির্বিঘ্ন ও উৎসবমুখরভাবে উদযাপনের জন্য নগরীতে সর্বোচ্চ নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। নিয়মিত টহল জোরদার করা হয়েছে এবং মণ্ডপগুলোতে ইউনিফর্ম ও সাদা পোশাকে পর্যাপ্ত পুলিশ ও আনসার সদস্য দায়িত্ব পালন করছেন। দর্শনার্থীরা যাতে নির্বিঘ্নে উৎসব উদযাপন করতে পারেন, তার জন্য গোয়েন্দা নজরদারী বাড়ানো হয়েছে এবং মাঠ পর্যায়ে মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি) দায়িত্বে রয়েছে। এছাড়াও গুজব প্রতিরোধে আরএমপির সাইবার ক্রাইম ইউনিট সামাজিক যোগাযোগ মাধ্যম মনিটরিং করছে। এখন পর্যন্ত সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি শান্তিপূর্ণ রয়েছে। তিনি আশাবাদ ব্যক্ত করেন, উৎসবের শেষ পর্যন্ত আইন-শৃঙ্খলা স্বাভারিক থাকবে। 

প্রতিমা বিসর্জন সংক্রান্ত ব্যবস্থা সম্পর্কে তিনি বলেন, " মুন্নুজান ঘাট প্রস্তুত রাখা হয়েছে। এছাড়াও আইবাঁধ ও পুলিশ লাইন রাজশাহীর এই ঘাটগুলোতেও পৃথক ব্যবস্থা নেওয়া হয়েছে। ভিড় নিয়ন্ত্রণ ও যানজট এড়াতে বিসর্জনের দিন বিশেষ ট্রাফিক পরিকল্পনা গ্রহণ করা হয়েছে। 

এসময় উপস্থিত ছিলেন উপ-পুলিশ কমিশনার (সদর) অতিরিক্ত ডিআইজি পদে পদোন্নতিপ্রাপ্ত মোহাম্মদ খোরশেদ আলম, পিপিএম; উপ-পুলিশ কমিশনার (ট্রাফিক) মো: নূর আলম সিদ্দিকী; উপ-পুলিশ কমিশনার (বোয়ালিয়া) মীর মো: শাফিন মাহমুদ; উপ-পুলিশ কমিশনার (মতিহার) মো: মমিনুল করিম; উপ-পুলিশ কমিশনার (ডিবি) মাঈনুল ইসলাম, পিপিএম (বার);  উপ-পুলিশ কমিশনার (শাহমখদুম) মো: রিয়াজুল ইসলাম; উপ-পুলিশ কমিশনার (চলতি দায়িত্বে) (সিটিটিসি) মো: গাজিউর রহমানসহ রাজশাহী মেট্রোপলিটন পুলিশের অন্যান্য কর্মকর্তাবৃন্দ; হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান কল্যাণ ফ্রন্ট, রাজশাহী, এবং পূজা উদযাপন কমিটি ও মণ্ডপের নেতৃবৃন্দ।

সম্পাদকীয় :

Publisher & Editor :Md. Abu Hena Mostafa Zaman

Mobile No: 01971- 007766; 01711-954647

রাজশাহীর সময় অনলাইন নিউজ পোর্টাল আবেদনকৃত চলচ্চিত্র ও প্রকাশনা অধিদপ্তর, ঢাকা ।

অফিস :

Head office: 152- Aktroy more ( kazla)-6204 Thana : Motihar,Rajshahi

Email : [email protected],                    [email protected]