ব্যবসায়ীদের বাধার কারণেই নিত্যপণ্যের বাজার দর কাঙ্ক্ষিত পর্যায়ে নামছে না: অর্থ উপদেষ্টা

আপলোড সময় : ৩০-০৯-২০২৫ ০২:৪৭:৪০ অপরাহ্ন , আপডেট সময় : ৩০-০৯-২০২৫ ০২:৪৭:৪০ অপরাহ্ন
ব্যবসায়ীদের বাধার কারণেই নিত্যপণ্যের বাজার দর কাঙ্ক্ষিত পর্যায়ে নামছে না বলে দাবি করেছেন অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ।

মঙ্গলবার (৩০ সেপ্টেম্বর) সচিবালয়ে সরাকরি ক্রয় সংক্রান্ত উপদেষ্টা পরিষদের বৈঠক শেষে তিনি এ কথা জানান।
 
কখনও পেঁয়াজ-মরিচসহ অন্যান্য মসলা, কখনও চাল-ডাল-তেলসহ নিত্যপণ্যের উচ্চমূল্য বছরজুড়েই চাপে রাখে ভোক্তাকে। সরকারের বহুমুখী চেষ্টার পরও বাজার দর নামেনি কাঙ্ক্ষিত পর্যায়ে। কেন সফল হয়নি সরকার? এমন প্রশ্নের জবাবে অর্থ উপদেষ্টা জানান, ব্যবসায়ীদের অসহযোগিতাই বড় কারণ।
 
দাম নিয়ন্ত্রণে সরকার আতপ চাল আমদানির অনুমোদন দিয়েছে জোনিয়ে তিনি বলেন, বাজার যেন সরবরাহ সংকটে না পড়ে, সেজন্য থাইল্যান্ড-ভিয়েতনাম থেকে আমদানি করা হবে চাল।
 
ফেব্রুয়ারির নির্বাচনের আগে কী পরিমাণ পাচার হওয়া অর্থ ফেরত আসবে- এসময় সেই অগ্রগতির কথাও জানান। সেইসঙ্গে রাজনৈতিক সরকারও পাচার হওয়া অর্থ ফেরানোর প্রক্রিয়া অব্যহত রাখতে বাধ্য বলে মন্তব্য করেন অর্থ উপদেষ্টা।

সম্পাদকীয় :

Publisher & Editor :Md. Abu Hena Mostafa Zaman

Mobile No: 01971- 007766; 01711-954647

রাজশাহীর সময় অনলাইন নিউজ পোর্টাল আবেদনকৃত চলচ্চিত্র ও প্রকাশনা অধিদপ্তর, ঢাকা ।

অফিস :

Head office: 152- Aktroy more ( kazla)-6204 Thana : Motihar,Rajshahi

Email : [email protected],                    [email protected]