পুঠিয়ায় বিপুল পরিমাণ গাঁজা-সহ হাতে-নাতে গ্রেফতার ২ মাদক কারবারী

আপলোড সময় : ২৯-০৯-২০২৫ ০৭:০৭:০৬ অপরাহ্ন , আপডেট সময় : ২৯-০৯-২০২৫ ০৭:১২:২৫ অপরাহ্ন
রাজশাহীতে পুঠিয়ায় বিপুল পরিমাণ গাঁজা পরিবহণকালে ২জন মাদক কারবারীকে হাতে-নাতে গ্রেফতার করেছে র‌্যাব-৫।

রবিবার (২৮ সেপ্টেম্বর) দিনগত রাত ১১টায় পুঠিয়া থানাধীন পুঠিয়া বাসস্ট্যান্ড সংলগ্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়। এ সময় একটি ট্রাক ও ট্রাকে থাকা ১৬ কেজি ১০০ গ্রাম গাঁজা জব্দ করা হয়।

গ্রেফতার (ট্রাক চালক) মাদক কারবারী মোঃ কাশেম আলী (৩২), সে রাজশাহীর গোদাগাড়ী থানার ধাতমা গ্রামের মোঃ আবুল হোসেনের ছেলে ও (হেলপার) মোঃ জয় হোসেন (৩০), সে রাজশাহী মহানগরীর রাজপাড়া থানার শ্রীরামপুর এলাকার মোঃ আফজালের ছেলে। 

সোমবার বিকালে র‌্যাব-৫, রাজশাহীর মোল্লাপাড়া ক্যাম্পের পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করা হয়।

র‌্যাব জানায়, রবিবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাব-৫, এর একটি আভিযানিক দল জানতে পারে, নাটোর হতে রাজশাহীর দিকে ট্রাক যোগে বিপুল পরিমান গাঁজা নিয়ে আসছে জনৈক মাদক কারবারীরা। এমন তথ্যের ভিত্তিতে র‌্যাব সদস্যরা পুঠিয়া বাসস্ট্যান্ড এলাকায় অবস্থান নেয়। এদিন রাত ১১টায় বর্ণীত ট্রাকটি আসতে দেখে সংকেত দিয়ে থামিয়ে ট্রাক চালক ও হেলপারকে আটক করা হয়। ওই সময় ট্রাকে তল্লাশী চালিয়ে চালকের সীটের পিছনে থাকা কেবিনের ভিতরে লুকানো অবস্থায় ১৬ কেজি ১০০ গ্রাম গাঁজা জব্দ করা হয়।

জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃরা নিজ এলাকা ও আন্তঃজেলার সংঘবদ্ধ মাদকচক্রের সদস্য বলে স্বীকার করেছে। তারা দীর্ঘদিন যাবত ট্রাকে মালামাল পরিবহণের আড়ালে অবৈধ মাদকদ্রব্য গাঁজা, ফেন্সিডিল, ইয়াবা ট্যাবলেটসহ বিভিন্ন ধরণের মাদক সীমান্তবর্তী স্থান হতে সংগ্রহ করে রাজশাহী জেলার বিভিন্ন এলাকায় খুচরা ও পাইকারী ভাবে মাদক ব্যবসায়ী ও মাদকসেবীদের কাছে বিক্রয় করে আসছিল।

এ ব্যপারে গ্রেফতারকৃতদের বিরুদ্ধে রাজশাহীর পুঠিয়া থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা রুজু করা হয়েছে। 

সোমবার সকালে তাকে বিজ্ঞ আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করেছে পুঠিয়া থানা পুলিশ।

সম্পাদকীয় :

Publisher & Editor :Md. Abu Hena Mostafa Zaman

Mobile No: 01971- 007766; 01711-954647

রাজশাহীর সময় অনলাইন নিউজ পোর্টাল আবেদনকৃত চলচ্চিত্র ও প্রকাশনা অধিদপ্তর, ঢাকা ।

অফিস :

Head office: 152- Aktroy more ( kazla)-6204 Thana : Motihar,Rajshahi

Email : [email protected],                    [email protected]