
চট্টগ্রাম মহানগরীর ডবলমুরিং থানায় মোঃ রাজুকে ছুরিকাঘাতে হত্যা মামলার এজাহারনামীয় প্রধান আসামি মোঃ আরিফকে গ্রেপ্তার করেছে র্যাব-৭, চট্টগ্রাম।
শুক্রবার রাত সোয়া ১০টায় চট্টগ্রাম মহানগরীর খুলশী থানাধীন টাইগার পাস মোড় এলাকা থেকে তাকে আটক করা হয়।
র্যাব-৭, চট্টগ্রাম সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে তারা জানতে পারে, ডবলমুরিং থানার মামলা নং-২৩/৯১, তারিখ-২৭ এপ্রিল ২০২৫ইং, ধারাঃ ৩০২/৩৪ পেনাল কোড-১৮৬০ মামলার এজাহারনামীয় ০১ নং প্রধান পলাতক আসামি মোঃ আরিফ (৩০), পিতা-মোঃ ইসলাম, সাং-আকবরশাহ, থানা-ডবলমুরিং, জেলা-চট্টগ্রাম খুলশী থানা এলাকায় অবস্থান করছে। এমন তথ্যের ভিত্তিতে সেখানে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃত আরিফকে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য চট্টগ্রাম রেলওয়ে থানা পুলিশের নিকট হস্তান্তর করা হয়েছে।
শুক্রবার রাত সোয়া ১০টায় চট্টগ্রাম মহানগরীর খুলশী থানাধীন টাইগার পাস মোড় এলাকা থেকে তাকে আটক করা হয়।
র্যাব-৭, চট্টগ্রাম সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে তারা জানতে পারে, ডবলমুরিং থানার মামলা নং-২৩/৯১, তারিখ-২৭ এপ্রিল ২০২৫ইং, ধারাঃ ৩০২/৩৪ পেনাল কোড-১৮৬০ মামলার এজাহারনামীয় ০১ নং প্রধান পলাতক আসামি মোঃ আরিফ (৩০), পিতা-মোঃ ইসলাম, সাং-আকবরশাহ, থানা-ডবলমুরিং, জেলা-চট্টগ্রাম খুলশী থানা এলাকায় অবস্থান করছে। এমন তথ্যের ভিত্তিতে সেখানে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃত আরিফকে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য চট্টগ্রাম রেলওয়ে থানা পুলিশের নিকট হস্তান্তর করা হয়েছে।