সন্তান পালনে মুসলিম বাবা-মায়েরা যে ৩ ভুল করেন

আপলোড সময় : ২৮-০৯-২০২৫ ০৪:৪০:৫৯ অপরাহ্ন , আপডেট সময় : ২৮-০৯-২০২৫ ০৪:৪০:৫৯ অপরাহ্ন

কীভাবে সন্তান মানুষ করব, সঠিকভাবে দায়িত্ব পালন করব—মা-বাবা হওয়ার আগে আমরা সচারাচর এসব ভেবে দেখি না। মনে করি, সন্তান জন্ম দিয়েছি, সন্তানের বাবা-মা হয়েছি, এখন আমরা সব জানি এবং জেনে ফেলবো। 

কিন্তু বাস্তবতা এর বিপরীত। সন্তান লালন-পালনে অনেক সময় আমাদের ভুল হয়ে যায়। সন্তান লালন-পালন করতে গিয়ে সমস্যা দেখা দিলে তখনই আমরা শুধু সমাধান খুঁজি বা কোনোভাবে তা সামাল দেওয়ার চেষ্টা করি।

সন্তান লালন-পালনের ক্ষেত্রে মুসলিম বাবা-মায়েরা তিন মারাত্মক ভুল করেন। এমন তিনটি ভুল এবং কীভাবে তা এড়ানো যায় এখানে তা তুলে ধরা হলো—

 ১. সন্তানকে নিজের সম্পত্তি মনে করা: সন্তান আল্লাহর দেওয়া আমানত। কিন্তু আমরা অনেক সময় সন্তানকে নিজেদের অংশ বা সম্পত্তি মনে করি। পবিত্র কোরআনে আল্লাহ তায়ালা বলেছেন : জেনে রেখ, তোমাদের ধন-সম্পদ আর সন্তান- সন্ততি হচ্ছে পরীক্ষার সামগ্রী মাত্র। (এ পরীক্ষায় যারা উত্তীর্ণ হবে তাদের জন্য) আল্লাহর নিকট রয়েছে মহাপুরস্কার। (সুরা আনফাল, আয়াত : ২৮, সুরা তাগাবুন, আয়াত : ১৫)

মা-বাবার মাধ্যমে দুনিয়াতে আসলেও সন্তান মূলত আল্লাহর দেওয়া এক আমানত। কিন্তু অনেক মা-বাবা তাদের নিয়ন্ত্রণ করতে চান। ফলে সন্তানের আচরণকে নিজেদের মান-সম্মানের সঙ্গে মেলাতে গিয়ে তাদের ওপর বাড়তি চাপ দেন।

সমাধান: মনে রাখুন, সন্তান আল্লাহর তৈরি একজন স্বতন্ত্র মানব। আপনার দায়িত্ব শুধু তার লালন-পালন করা, নিয়ন্ত্রণ করা নয়। 

২. সন্তানকে খুব ভালোভাবি চিনি—এমন ধারণা: কোনো অভিভাবক প্রথম ভুলটি করলে তারা প্রায় দ্বিতীয় ভুলটিও করেন—অধিকাংশ মা-বাবাই ধরে নেন যে আমরা সন্তানকে খুব ভালোভাবেই চিনি। অথচ বেশির ভাগ ক্ষেত্রেই সন্তানের ব্যক্তিত্ব, চাওয়া-পাওয়া, ভাবনা-চিন্তা মা-বাবার থেকে আলাদা হয়ে থাকে।

সমাধান: সন্তানকে সময় দিন। তার সঙ্গে খেলুন, কথা বলুন, বয়স অনুযায়ী দায়িত্ব দিন। তাদের বেড়ে ওঠা দেখে মুগ্ধ হোন। কোরআনে আল্লাহ তায়ালা বলেছেন, অবশ্যই আমি মানুষকে সৃষ্টি করেছি সর্বোত্তম গঠনে। (সুরা ত্বীন, আয়াত : ৪)

তাই আপনি আপনার সন্তানকে নিয়ন্ত্রণ না করে একজন পূর্ণ ও ভিন্ন ব্যক্তিত্বের মানুষ হিসেবে চিনুন ও বুঝার চেষ্টা করুন।

৩. সন্তানের ওপর নিজের স্বপ্ন চাপিয়ে দেওয়া: আগের দুই ভুলের কারণে অনেক মা-বাবা অনেক সময় সন্তানের ওপর নিজেদের স্বপ্ন বাস্তবায়নের দায়িত্ব আরোপ করেন। মা-বাবা চান, সন্তান তাদের অপূর্ণ স্বপ্ন পূরণ করুক—যেমন, অনেক বাবা-মা তাদের ইচ্ছায় সন্তানকে ডাক্তার-ইঞ্জিনিয়ার বানানোর চেষ্টা করেন। কিন্তু এতে সন্তান তার নিজের ইচ্ছা ও চাহিদা পূরণের পথ থেকে দূরে সরে যায়। অনেক সময় মা-বাবার সঙ্গেও সম্পর্ক খারাপ হয়ে যায়।

সমাধান: নিজের অপূর্ণতার ভার সন্তানের ওপর চাপিয়ে না দিয়ে তাকে তার নিজের স্বপ্ন নিয়ে বেড়ে উঠতে দিন। সূত্র : অ্যাবাউট ইসলাম

সম্পাদকীয় :

Publisher & Editor :Md. Abu Hena Mostafa Zaman

Mobile No: 01971- 007766; 01711-954647

রাজশাহীর সময় অনলাইন নিউজ পোর্টাল আবেদনকৃত চলচ্চিত্র ও প্রকাশনা অধিদপ্তর, ঢাকা ।

অফিস :

Head office: 152- Aktroy more ( kazla)-6204 Thana : Motihar,Rajshahi

Email : [email protected],                    [email protected]