
শুক্রবার জাতিসংঘে বক্তব্য রাখেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেটানিয়াহু। হামাসের বিরুদ্ধে 'কাজ শেষ করার' ঘোষণা করেন। কিন্তু কোথায় কী, ঠিক একদিন পর শনিবার গাজায় নতুন ইসরায়েলি হামলায় অন্তত ৩৮ জনের মৃত্যু হল। একই পরিবারের নয়জন সদস্যও রয়েছেন তালিকায়।
স্থানীয় সূত্রে জানা গেছে, শনিবার ভোরে কেন্দ্রীয় ও উত্তর গাজায় পরিচালিত এই হামলায় ঘরে বসে এই নয় জনের মৃত্যু হয়েছে। নিহতদের দেহ আল-আহলি হাসপাতালে নিয়ে যাওয়া হয়। হামলার কেন্দ্র ছিল নুসেইরত শরণার্থী শিবির, শাতি শরণার্থী শিবির এবং তুফাহ এলাকায়।
জাতিসংঘ সাধারণ অধিবেশনে (UNGA) বক্তব্যে নেতানিয়াহু বিশ্বকে সতর্ক করে বলেছিলেন, 'প্যালেস্তাইনকে স্বীকৃতি দেওয়া হচ্ছে যে তা শুধুমাত্র ইহুদিদের এবং নিরীহ মানুষদের বিরুদ্ধে সন্ত্রাসকে উসকে দেবে।' অস্ট্রেলিয়া, কানাডা, ফ্রান্স ও আমেরিকাকে লক্ষ্য করে বলেন, 'প্যালেস্তাইনকে স্বীকৃতি দেওয়া আল-কায়েদাকে নিউইয়র্কের এক মাইল দূরত্বে রাষ্ট্র দেওয়ার সমতুল্য।'
তিনি মনে করেন, হেলেনিস্তি (Antisemitism) সহজে মরে না। প্রকৃতপক্ষে এটি মোটেও মরে না। গাজা এলাকায় তার পদক্ষেপ নিয়ে আন্তর্জাতিক চাপ থাকা সত্ত্বেও অবস্থান কঠোর রাখছেন।
ইউরোপীয় ইউনিয়ন (EU) ইসরায়েলের বিরুদ্ধে শুল্ক ও নিষেধাজ্ঞা আরোপের কথা ভাবছে। এছাড়া, গত বছর আন্তর্জাতিক অপরাধ আদালত (ICC) নেতানিয়াহুর বিরুদ্ধে মানবতা বিরোধী অপরাধের অভিযোগে গ্রেফতারি পরোয়ানা জারি করেছিল। আদালত জানিয়েছিল, নেতানিয়াহু ও অন্য কর্মকর্তারা যুদ্ধকালীন উপায়ে মানুষকে খাবারবিহীন রাখার অপরাধ, হত্যাকাণ্ড, নিপীড়ন ও অন্যান্য অমানবিক কাজের জন্য সহ-অপরাধী। তবে তিনি এই সমস্ত অভিযোগ অস্বীকার করেছেন।
বিশ্ব পরিস্থিতি এবং সাম্প্রতিক হামলার পরিপ্রেক্ষিতে গাজা ও ইসরায়েলের মধ্যে উত্তেজনা আরও বৃদ্ধি পেয়েছে, তা বলা বাহুল্য।
স্থানীয় সূত্রে জানা গেছে, শনিবার ভোরে কেন্দ্রীয় ও উত্তর গাজায় পরিচালিত এই হামলায় ঘরে বসে এই নয় জনের মৃত্যু হয়েছে। নিহতদের দেহ আল-আহলি হাসপাতালে নিয়ে যাওয়া হয়। হামলার কেন্দ্র ছিল নুসেইরত শরণার্থী শিবির, শাতি শরণার্থী শিবির এবং তুফাহ এলাকায়।
জাতিসংঘ সাধারণ অধিবেশনে (UNGA) বক্তব্যে নেতানিয়াহু বিশ্বকে সতর্ক করে বলেছিলেন, 'প্যালেস্তাইনকে স্বীকৃতি দেওয়া হচ্ছে যে তা শুধুমাত্র ইহুদিদের এবং নিরীহ মানুষদের বিরুদ্ধে সন্ত্রাসকে উসকে দেবে।' অস্ট্রেলিয়া, কানাডা, ফ্রান্স ও আমেরিকাকে লক্ষ্য করে বলেন, 'প্যালেস্তাইনকে স্বীকৃতি দেওয়া আল-কায়েদাকে নিউইয়র্কের এক মাইল দূরত্বে রাষ্ট্র দেওয়ার সমতুল্য।'
তিনি মনে করেন, হেলেনিস্তি (Antisemitism) সহজে মরে না। প্রকৃতপক্ষে এটি মোটেও মরে না। গাজা এলাকায় তার পদক্ষেপ নিয়ে আন্তর্জাতিক চাপ থাকা সত্ত্বেও অবস্থান কঠোর রাখছেন।
ইউরোপীয় ইউনিয়ন (EU) ইসরায়েলের বিরুদ্ধে শুল্ক ও নিষেধাজ্ঞা আরোপের কথা ভাবছে। এছাড়া, গত বছর আন্তর্জাতিক অপরাধ আদালত (ICC) নেতানিয়াহুর বিরুদ্ধে মানবতা বিরোধী অপরাধের অভিযোগে গ্রেফতারি পরোয়ানা জারি করেছিল। আদালত জানিয়েছিল, নেতানিয়াহু ও অন্য কর্মকর্তারা যুদ্ধকালীন উপায়ে মানুষকে খাবারবিহীন রাখার অপরাধ, হত্যাকাণ্ড, নিপীড়ন ও অন্যান্য অমানবিক কাজের জন্য সহ-অপরাধী। তবে তিনি এই সমস্ত অভিযোগ অস্বীকার করেছেন।
বিশ্ব পরিস্থিতি এবং সাম্প্রতিক হামলার পরিপ্রেক্ষিতে গাজা ও ইসরায়েলের মধ্যে উত্তেজনা আরও বৃদ্ধি পেয়েছে, তা বলা বাহুল্য।