অবশেষে গাঁটছড়া বাঁধলেন সেলেনা গোমেজ ও বেনি ব্লাঙ্কো

আপলোড সময় : ২৮-০৯-২০২৫ ০৪:১৩:০৫ অপরাহ্ন , আপডেট সময় : ২৮-০৯-২০২৫ ০৪:১৩:০৫ অপরাহ্ন
এক নতুন অধ্যায় শুরু করলেন বিশ্বখ্যাত পপ তারকা সেলেনা গোমেজ। দীর্ঘদিনের প্রেমিক বেনি ব্লাঙ্কোর সঙ্গে বাগদান সারার নয় মাসের মাথায় তারা বিবাহবন্ধনে আবদ্ধ হলেন। অবশেষে দীর্ঘ দিনের প্রেমের পরিণতি পেল নতুন পরিচয়—নবদম্পতি।

রবিবার (২৮ সেপ্টেম্বর) সেলেনা ইনস্টাগ্রামে বিয়ের খবর নিশ্চিত করেন এবং সেই অনুষ্ঠানের কিছু রোমান্টিক ছবি শেয়ার করেন। ক্যাপশনে বিশেষ তারিখ উল্লেখ করেছেন—‘৯-২৭-২৫’, অর্থাৎ ২৭ সেপ্টেম্বর সেলেনা ও বেনি তাদের বিয়ে সম্পন্ন করেন। ছবিতে দেখা যায় নবদম্পতিকে চুম্বন ও আলিঙ্গনে আবদ্ধ, যেন রূপকথার রাজ্যের রাজা-রাজকন্যা। বেনি ব্লাঙ্কো পোস্টে মন্তব্য করেন, “আমার স্ত্রী।”

বিয়ের সাজে সেলেনা ছিলেন মনোমুগ্ধকর—সাদা গাউনে, ফুলের কারুকাজে। বেনি ছিলেন কালো টাক্সিডো ও বো-টাই-এ, রাল্ফ লরেনের তৈরি পোশাকে। এই নতুন জীবনের রোমান্টিক মুহূর্তে তাদের অনুরাগীরা ও সহকর্মীরা ভালবাসার বন্যা নিয়ে হাজির হয়েছেন। মাত্র তিন ঘণ্টার মধ্যে সেলেনার পোস্টে পড়েছে ৭ মিলিয়নেরও বেশি প্রতিক্রিয়া।

বিয়ের আয়োজন ছিল তারকাবহুল ও সুপরিকল্পিত। ইভেন্টের পরিকল্পনা করেছেন মিন্ডি ওয়েইস। অতিথিদের জন্য এল এনকান্টো হোটেলে এক রাতের থাকার ব্যবস্থা করা হয়েছিল, যেখানে রুমের ভাড়া প্রায় সাড়ে তিন হাজার ডলারের বেশি। উপস্থিত ছিলেন সেলেনা ও বেনির পরিবার, বিশ্বস্ত বন্ধু এবং সহকর্মীরা।

সেলেনার ব্যক্তিগত জীবন দীর্ঘদিন ধরে ফ্যানদের কৌতূহল জন্মিয়েছে। বিশেষ করে কানাডিয়ান গায়ক জাস্টিন বিবারের সঙ্গে সম্পর্কের কারণে বহুবার সংবাদ শিরোনামে ছিলেন তিনি। ২০১৮ সালে জাস্টিন হেইলি বল্ডউইনের সঙ্গে বাগদান করায় সেলেনা আহত হলেও পরবর্তীতে নিজের কাজ ও সঙ্গীতের প্রতি মনোযোগী হন।

২০১৯ সালে সেলেনা বেনি ব্লাঙ্কোর সঙ্গে একটি গানকে কেন্দ্র করে পরিচিত হন। ২০২৩ সালের ডিসেম্বরে তারা প্রকাশ্যে তাদের প্রেমের বিষয়টি জানান। ৫ বছরের সম্পর্ক অবশেষে পূর্ণতা পেল।

সম্পাদকীয় :

Publisher & Editor :Md. Abu Hena Mostafa Zaman

Mobile No: 01971- 007766; 01711-954647

রাজশাহীর সময় অনলাইন নিউজ পোর্টাল আবেদনকৃত চলচ্চিত্র ও প্রকাশনা অধিদপ্তর, ঢাকা ।

অফিস :

Head office: 152- Aktroy more ( kazla)-6204 Thana : Motihar,Rajshahi

Email : [email protected],                    [email protected]