
মৌলভীবাজারের কুলাউড়া ক্লিভডন বাগানের রামবচন গোয়ালা নামে এক চা শ্রমিকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বাবুনালা নামক একটি চা বাগানের জলাশয় থেকে মরদেহটি উদ্ধার করা হয়। তার শরীরের বিভিন্ন স্থানে আঘাতের চিহ্ন রয়েছে।
রোববার (২৮ সেপ্টেম্বর) দুপুরের দিকে চা বাগানের বাবুনালা নামক একটি জলাশয়ে এক ব্যক্তির মরদেহ ভাসতে দেখতে পায় কাজে আসা বাগানের চা শ্রমিকরা। এতে পুলিশে খবর দিলে পুলিশ মরদেহটি উদ্ধার করে। পরে ক্লিভডন চা বাগানের শ্রমিক ও স্বজনরা রামবচন গোয়ালার মরদেহ শনাক্ত করে।
কুলাউড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ওমর ফারুক জানান, শুক্রবার (২৬ সেপ্টেম্বর) সন্ধ্যায় গোলাপ নামের একই বাগানের এক যুবক রামবচন গোয়ালার বাড়ি থেকে ঘুরতে যাওয়ার কথা বলে তাকে ডেকে মোটরসাইকেলে করে উঠিয়ে নিয়ে আসে। এরপর থেকে রামবচন গোয়ালার কোনো খোঁজ মিলছিল না। এতে পরিবারের লোকজন কুলাউড়া থানায় এসে একটি সাধারণ ডায়েরি করেন।
রামবচন গোয়ালার স্ত্রীসহ তিনটি সন্তান রয়েছে। তার এমন মৃত্যুতে বাগানের শোকের ছায়া নেমেছে।
রোববার (২৮ সেপ্টেম্বর) দুপুরের দিকে চা বাগানের বাবুনালা নামক একটি জলাশয়ে এক ব্যক্তির মরদেহ ভাসতে দেখতে পায় কাজে আসা বাগানের চা শ্রমিকরা। এতে পুলিশে খবর দিলে পুলিশ মরদেহটি উদ্ধার করে। পরে ক্লিভডন চা বাগানের শ্রমিক ও স্বজনরা রামবচন গোয়ালার মরদেহ শনাক্ত করে।
কুলাউড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ওমর ফারুক জানান, শুক্রবার (২৬ সেপ্টেম্বর) সন্ধ্যায় গোলাপ নামের একই বাগানের এক যুবক রামবচন গোয়ালার বাড়ি থেকে ঘুরতে যাওয়ার কথা বলে তাকে ডেকে মোটরসাইকেলে করে উঠিয়ে নিয়ে আসে। এরপর থেকে রামবচন গোয়ালার কোনো খোঁজ মিলছিল না। এতে পরিবারের লোকজন কুলাউড়া থানায় এসে একটি সাধারণ ডায়েরি করেন।
রামবচন গোয়ালার স্ত্রীসহ তিনটি সন্তান রয়েছে। তার এমন মৃত্যুতে বাগানের শোকের ছায়া নেমেছে।