মরদেহের শেষকৃত্যে গিয়ে নৌকা ডুবিতে নিহত-১, নিখোঁজ-২

আপলোড সময় : ২৭-০৯-২০২৫ ০৭:২৫:০৬ অপরাহ্ন , আপডেট সময় : ২৭-০৯-২০২৫ ০৭:২৫:০৬ অপরাহ্ন
রাজশাহীর গোদাগাড়ী উপজেলার প্রেমতলী এলাকায় পদ্মা নদীতে নৌকাডুবিতে জিতন মন্ডল (৬০) নামের এক ব্যক্তি নিহত হয়েছেন। এই ঘটনায় আরও দুইজন, দিলীপ দাশ (৩২) এবং হরেন সাহা (৬৫) নিখোঁজ রয়েছেন। 
শনিবার সকাল ১০টার দিকে এ দুর্ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা গেছে, প্র্রেমতলী পালপাড়া এলাকার কানাই কর্মকার (৭০) নামের এক বৃদ্ধের শেষকৃত্যের জন্য তার মরদেহ নৌকায় করে পদ্মা নদীর মাঝচরে নেওয়া হচ্ছিল। একটি নৌকা মরদেহটি চরে রেখে আরও আত্মীয়স্বজনদের আনতে পাড়ে আসে। এরপর প্রায় ২০-২৫ জন যাত্রী নিয়ে নৌকাটি নদী পার হওয়ার সময় প্রবল স্রোতের কারণে ডুবে যায়।

নৌকায় থাকা অধিকাংশ যাত্রী সাঁতরে তীরে উঠতে সক্ষম হলেও জিতন মÐল, দিলীপ দাশ এবং হরেন সাহা নিখোঁজ হন। স্থানীয়রা দ্রæত জিতন মÐলকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এদিন দুপুর ২টা পর্যন্ত নিখোঁজ বাকি দুজনের কোনো সন্ধান পাওয়া যায়নি।

গোদাগাড়ী প্রেমতলী পুলিশ তদন্তকেন্দ্রের ইনচার্জ মাকসুদুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, ফায়ার সার্ভিসের নিখোঁজদের উদ্ধারে কাজ করছে ডুবুরি দল। রাজশাহী সদর ফায়ার সার্ভিসের লিডার মনিরুল ইসলাম জানিয়েছেন, উদ্ধার অভিযানে ৩জন কাজ করছেন। নদীতে তীব্র স্রোতের কারণে উদ্ধার অভিযান চালাতে বেগ পেতে হচ্ছে।

দুর্ঘটনার খবর পেয়ে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। নদীর পাড়ে অপেক্ষা করছেন নিখোঁজদের পরিবারের সদস্যরা ও প্রতিবেশিরা।

সম্পাদকীয় :

Publisher & Editor :Md. Abu Hena Mostafa Zaman

Mobile No: 01971- 007766; 01711-954647

রাজশাহীর সময় অনলাইন নিউজ পোর্টাল আবেদনকৃত চলচ্চিত্র ও প্রকাশনা অধিদপ্তর, ঢাকা ।

অফিস :

Head office: 152- Aktroy more ( kazla)-6204 Thana : Motihar,Rajshahi

Email : [email protected],                    [email protected]