১০ দফা দাবিতে রাজশাহীর পেট্রোলপাম্পে ধর্মঘট

আপলোড সময় : ২৫-০৫-২০২৫ ০৯:১৪:৫৯ অপরাহ্ন , আপডেট সময় : ২৫-০৫-২০২৫ ০৯:১৪:৫৯ অপরাহ্ন
জ্বালানি তেল বিক্রির কমিশন সাত ভাগ করাসহ ১০ দফা দাবিতে ধর্মঘট শুরু করেছে বাংলাদেশ পেট্রোল পাম্প ও ট্যাংকলরি মালিক ঐক্য পরিষদ।

রবিবার (২৫ মে) সকাল ৬টা থেকে দুপুর ২টা পর্যন্ত পেট্রোলপাম্প বন্ধের পাশাপাশি ডিপো থেকে তেল উত্তোলন ও পরিবহন বন্ধ রাখার ঘোষণা দিয়েছে তারা। এরপরও যদি দাবি মেনে নেওয়া না হয় তবে তারা কঠোর আন্দোলনের হুঁশিয়ারি দেওয়া হয়েছে। এতে সকাল থেকে রাজশাহীর পাম্পগুলো তেল নিতে গিয়ে ফিরে আসতে দেখা গেছে যানবাহন চালকদের।

কমিশন বৃদ্ধিসহ পেট্রোল পাম্প মালিকদের সাত দফা দাবির মধ্যে রয়েছে সড়ক ও জনপথ (সওজ) অধিদফতরের ইজারা মাশুল আগের মতো বহাল করা। পাম্পের সংযোগ সড়কের ইজারা নবায়নের সময় পে-অর্ডারকে নবায়ন বলে গণ্য করা। বাংলাদেশ স্ট্যান্ডার্ডস অ্যান্ড টেস্টিং ইনস্টিটিউশন (বিএসটিআই) কর্তৃক আন্ডারগ্রাউন্ড ট্যাংক ক্যালিব্রেশন। ডিপ রড পরীক্ষণ ফিস এবং নিবন্ধন প্রথা বাতিল করা। পেট্রোল পাম্পের ক্ষেত্রে পরিবেশ, বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি), কলকারখানা পরিদফতর, ফায়ার সার্ভিসের লাইসেন্স গ্রহণ প্রথা বাতিল করা। বিপণন কোম্পানি থেকে ডিলারশিপ ছাড়া সরাসরি তেল বিক্রয় বন্ধ করা। ট্যাংকলরি চালকদের লাইসেন্স নবায়ন এবং নতুন লাইসেন্স বাধা বিপত্তি ছাড়া ইস্যু করা। সব ট্যাংকলরি জন্য আন্তঃজেলা রুট পারমিট ইস্যু করা। বিভিন্ন স্থানে অননুমোদিত এবং অবৈধভাবে ঘরের মধ্যে খোলা স্থানে যত্রতত্র মেশিন দিয়ে জ্বালানি তেল বিক্রি বন্ধ করা।

সম্পাদকীয় :

Publisher & Editor :Md. Abu Hena Mostafa Zaman

Mobile No: 01971- 007766; 01711-954647

রাজশাহীর সময় অনলাইন নিউজ পোর্টাল আবেদনকৃত চলচ্চিত্র ও প্রকাশনা অধিদপ্তর, ঢাকা ।

অফিস :

Head office: 152- Aktroy more ( kazla)-6204 Thana : Motihar,Rajshahi

Email : [email protected],                    [email protected]